অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৮: ৫৫

বরগুনার সুগন্ধ্যা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। 

খালিদ মাহমুদ বলেন, ‘এর আগে নৌযানে ছোটখাটো অগ্নিকাণ্ড সংঘটিত হলেও ব্যাপক আকারে অগ্নি দুর্ঘটনা এটাই প্রথম। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নসহ দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নৌপ্রতিমন্ত্রী জানান, নৌ-দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার পরিজনকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বিআইডব্লিউটিএ’তে ‘নৌদুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড’ নামে একটি কল্যাণ তহবিল রয়েছে। উক্ত তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় প্রতিজন মৃত ব্যক্তির পরিজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অগ্নিদুর্ঘটনার ফলে নিহত যাত্রীদের তালিকা ঝালকাঠি জেলা প্রশাসন থেকে বিআইডব্লিউটিএ’তে পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী শিগগিরই নিহত যাত্রীদের পরিজনকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, নিরাপদ ও নির্বিঘ্নভাবে নৌযান পরিচালনার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল নৌপথে চলাচলকারী নৌযানের মাস্টার, ড্রাইভার, সুকানি ও অন্যান্য স্টাফদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। তা ছাড়া তাদের বিআইডব্লিউটিএ’র ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণও দেওয়া হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত