Ajker Patrika

সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৯
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি।

উপ-প্রেস সচিব জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। চার দিনের সফর শেষে ২৫ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স-প্রধান নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সম্মেলনে বাংলাদেশ-বিষয়ক একটি ডায়ালগ অনুষ্ঠিত হবে। যেখানে অনেক ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যোগ দেবেন। এ ধরনের ফোরামে অংশগ্রহণ বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত