নিজস্ব প্রতিবেদক
বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক। করোনার মতোই এ ফাঙ্গাসের জীবাণু বাতাসে ভেসে বেড়ায়। করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষা পেতে মাস্ক পরুন। গণসমাধি বন্ধ করতে চাইলে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আজ রোববার দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, অতীতের তুলনায় চলতি বাজেটে স্বাস্থ্য খাতে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ বরাদ্দ নিয়েই খুশি থাকলে হবে না। এ খাতে যেন দুর্নীতি না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে দ্বিতীয় কোনো সাবিনা বা শাহের যেন তৈরি না হয়। চিকিৎসক সাংবাদিক পরস্পর সহযোগী উল্লেখ করে তিনি স্বাস্থ্য খাত নিয়ে তথ্যবহুল সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে হলেও মাস্ক পরার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাসও নাক দিয়ে ঢুকে। তারপর সেখান থেকে চোখে গেলে সেটি তুলে ফেলতে হয়। আর ব্রেনে গেলে মানুষ মারা যায়। এই ফাঙ্গাসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউনিট গঠন করা হয়েছে। ভয়ের কোনো কারণ নেই।
বিএসএমএমইউ-এর উপাচার্য বলেন, ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার অপরিহার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় ২০২৪ সাল পর্যন্ত মাস্ক ব্যবহার করতেই হবে। বর্তমান সময়ে ব্ল্যাক ফাঙ্গাস আলোচনায় আছে। যদিও এ ফাঙ্গাসের অস্তিত্ব আরও এক শ বছর আগে থেকেই চলছে। তবে বর্তমান সময়ে এর বিস্তার বাড়ছে। করোনায় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর অন্যতম কারণ।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মনোনয়ন শীর্ষক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান মালিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
ডা. রোকেয়া সুলতানা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাবার খেতে হবে।
মধুসূদন মণ্ডল বলেন, চলমান দুর্যোগে সাংবাদিক ও চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আমরা একে অপরের সহযোগী হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।
সভাপতির বক্তব্য মিজান মালিক বলেন, ক্র্যাবের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন। ক্র্যাব সদস্য ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সেবায় পাশে থাকার প্রত্যয় নিয়ে স্বাস্থ্য পরামর্শক প্যানেল গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরা প্যানেলের চিকিৎসকদের কাছ থেকে টেলি-মেডিসিন সেবাসহ প্রয়োজনীয় সেবা পাবেন।
বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক। করোনার মতোই এ ফাঙ্গাসের জীবাণু বাতাসে ভেসে বেড়ায়। করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষা পেতে মাস্ক পরুন। গণসমাধি বন্ধ করতে চাইলে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আজ রোববার দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, অতীতের তুলনায় চলতি বাজেটে স্বাস্থ্য খাতে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ বরাদ্দ নিয়েই খুশি থাকলে হবে না। এ খাতে যেন দুর্নীতি না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে দ্বিতীয় কোনো সাবিনা বা শাহের যেন তৈরি না হয়। চিকিৎসক সাংবাদিক পরস্পর সহযোগী উল্লেখ করে তিনি স্বাস্থ্য খাত নিয়ে তথ্যবহুল সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে হলেও মাস্ক পরার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাসও নাক দিয়ে ঢুকে। তারপর সেখান থেকে চোখে গেলে সেটি তুলে ফেলতে হয়। আর ব্রেনে গেলে মানুষ মারা যায়। এই ফাঙ্গাসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউনিট গঠন করা হয়েছে। ভয়ের কোনো কারণ নেই।
বিএসএমএমইউ-এর উপাচার্য বলেন, ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার অপরিহার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় ২০২৪ সাল পর্যন্ত মাস্ক ব্যবহার করতেই হবে। বর্তমান সময়ে ব্ল্যাক ফাঙ্গাস আলোচনায় আছে। যদিও এ ফাঙ্গাসের অস্তিত্ব আরও এক শ বছর আগে থেকেই চলছে। তবে বর্তমান সময়ে এর বিস্তার বাড়ছে। করোনায় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর অন্যতম কারণ।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মনোনয়ন শীর্ষক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান মালিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
ডা. রোকেয়া সুলতানা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাবার খেতে হবে।
মধুসূদন মণ্ডল বলেন, চলমান দুর্যোগে সাংবাদিক ও চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আমরা একে অপরের সহযোগী হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।
সভাপতির বক্তব্য মিজান মালিক বলেন, ক্র্যাবের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন। ক্র্যাব সদস্য ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সেবায় পাশে থাকার প্রত্যয় নিয়ে স্বাস্থ্য পরামর্শক প্যানেল গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরা প্যানেলের চিকিৎসকদের কাছ থেকে টেলি-মেডিসিন সেবাসহ প্রয়োজনীয় সেবা পাবেন।
গত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ শনিবার পুলিশ বিভাগের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে...
২৬ মিনিট আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
২ ঘণ্টা আগেআগামী সোমবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল হুমায়ুন কবির নোমানের। বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। এ জন্য মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি আনতে। পথে বাসচাপায় প্রাণ হারান তিনি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার...
২ ঘণ্টা আগে