বিশেষ প্রতিনিধি, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সেবা সচিব বরাবর ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট ও বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মেনে তল্লাশির জন্য আবেদন জানিয়েছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশনের নেতারা। সেই সঙ্গে মদের আমদানি শুল্ক ৩ গুণ কমানোর দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি উত্তরায় লেকভিউ বারে অভিযানের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর হোসেইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা এমন আবেদন জানান।
রোববার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েশনের নেতারা সাক্ষাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিয়মের মধ্যে থেকে আইন মেনে ব্যবসা করলে কোনো সমস্যা না হবে না বলেও আশ্বাস দেন। সেই সঙ্গে লাইসেন্সকৃত বারে হিসেবের বাইরে অবৈধ কোনো মদ বা এ জাতীয় পানীয় না রাখার জন্য বার মালিকদের সতর্ক করেন।
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ মেনে বার ব্যবসা পরিচালনা করছেন বলে আবেদনে জানান মালিকেরা। তাঁরা বলেন, ধারণা কিংবা ভুল তথ্যের ভিত্তিতে আইনের ধারা বা বিধিমালা অমান্য করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান করে। মালিক, কর্মচারী, অতিথিদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করে বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
অভিযানের সময় বৈধ মালামাল, এমনকি ভবনের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও সংরক্ষণ করার মেশিন জব্দ করা হলেও তা আদালতে জব্দ তালিকায় উপস্থাপন করা হচ্ছে না। লাইসেন্স থাকার পরেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন বারে অভিযান চালানো হয় বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশন নেতারা।
এ সময় অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পানীয় আমদানি শুল্ক ৬০০ শতাংশ থেকে কমিয়ে ২০০ শতাংশ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ পাঠাতে অনুরোধ করেন বারের মালিকেরা। এ ছাড়া আইনের বিধি মেনে অভিযান চালাতে এবং বিদেশি মদ ও বিয়ারকে মাদক নয় বরং অ্যালকোহল জাতীয় পানীয় ঘোষণা করতে দাবি জানান তাঁরা।
তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের সমন্বয়ে কমিটি করে বিষয়টি নিয়ে আবারও আলোচনা হবে বলে মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।
সাক্ষাতের বিষয়ে হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর বলেন, ‘আমাদের পক্ষ থেকে মন্ত্রী ও সচিবের কাছে সার্বিক অবস্থা সম্পর্কে জানিয়েছি। আশা করি, আইনের মধ্যে থেকে আমরা যেভাবে ব্যবসা করি, অভিযানের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সেবা সচিব বরাবর ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট ও বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মেনে তল্লাশির জন্য আবেদন জানিয়েছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশনের নেতারা। সেই সঙ্গে মদের আমদানি শুল্ক ৩ গুণ কমানোর দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি উত্তরায় লেকভিউ বারে অভিযানের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর হোসেইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা এমন আবেদন জানান।
রোববার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েশনের নেতারা সাক্ষাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিয়মের মধ্যে থেকে আইন মেনে ব্যবসা করলে কোনো সমস্যা না হবে না বলেও আশ্বাস দেন। সেই সঙ্গে লাইসেন্সকৃত বারে হিসেবের বাইরে অবৈধ কোনো মদ বা এ জাতীয় পানীয় না রাখার জন্য বার মালিকদের সতর্ক করেন।
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ মেনে বার ব্যবসা পরিচালনা করছেন বলে আবেদনে জানান মালিকেরা। তাঁরা বলেন, ধারণা কিংবা ভুল তথ্যের ভিত্তিতে আইনের ধারা বা বিধিমালা অমান্য করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান করে। মালিক, কর্মচারী, অতিথিদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করে বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
অভিযানের সময় বৈধ মালামাল, এমনকি ভবনের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও সংরক্ষণ করার মেশিন জব্দ করা হলেও তা আদালতে জব্দ তালিকায় উপস্থাপন করা হচ্ছে না। লাইসেন্স থাকার পরেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন বারে অভিযান চালানো হয় বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশন নেতারা।
এ সময় অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পানীয় আমদানি শুল্ক ৬০০ শতাংশ থেকে কমিয়ে ২০০ শতাংশ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ পাঠাতে অনুরোধ করেন বারের মালিকেরা। এ ছাড়া আইনের বিধি মেনে অভিযান চালাতে এবং বিদেশি মদ ও বিয়ারকে মাদক নয় বরং অ্যালকোহল জাতীয় পানীয় ঘোষণা করতে দাবি জানান তাঁরা।
তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের সমন্বয়ে কমিটি করে বিষয়টি নিয়ে আবারও আলোচনা হবে বলে মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।
সাক্ষাতের বিষয়ে হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর বলেন, ‘আমাদের পক্ষ থেকে মন্ত্রী ও সচিবের কাছে সার্বিক অবস্থা সম্পর্কে জানিয়েছি। আশা করি, আইনের মধ্যে থেকে আমরা যেভাবে ব্যবসা করি, অভিযানের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাব।’
শাপলা-শাহবাগের কর্মীরা কমরেডস হওয়ায় শেখ হাসিনার পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘শাপলা-শাহবাগের বাইনারির বাইরে এসে শাহবাগের প্রাণভোমরা মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের বিরুদ্ধে পুরাতন শাপলা ও শাহবাগের কর্মীদের ‘কমরেডস’ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছিল...
১৯ মিনিট আগেবাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্য পদে নিয়োগের রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
৩০ মিনিট আগেকেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগপর্যন্ত এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার রাজধানীর...
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাগুরার ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা তার স্বাস্থ্যের উন্নতির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে