অনলাইন ডেস্ক
গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে রয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোথায় আশ্রয় নেবেন সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তবে সেগুলো সব অনির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এসেছে। ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা ইউএনবি বলছে, আজ মঙ্গলবার সাংবাদিকরা যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ অন্যদের ভিসা স্ট্যাটাস জানতে চান।
জবাবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসার তথ্য রেকর্ড অতি গোপনীয়। তাই ব্যক্তির ভিসার বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করি না।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে গণবিক্ষোভের মুখে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি আপাতত ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা যে আর দেশে ফিরছেন না, তা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। তাই তিনি কোথায় আশ্রয় নেবেন, এ নিয়ে আলোচনা চলছে।
শেখ হাসিনার বড় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কি না তা স্পষ্ট নয়।
শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা নিয়েও আলোচনা চলছে। সেখানে তাঁর বোন শেখ রেহানা ও ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। তবে ব্রিটেনের কাছে আশ্রয় অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি।
গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে রয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোথায় আশ্রয় নেবেন সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তবে সেগুলো সব অনির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এসেছে। ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা ইউএনবি বলছে, আজ মঙ্গলবার সাংবাদিকরা যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ অন্যদের ভিসা স্ট্যাটাস জানতে চান।
জবাবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসার তথ্য রেকর্ড অতি গোপনীয়। তাই ব্যক্তির ভিসার বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করি না।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে গণবিক্ষোভের মুখে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি আপাতত ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা যে আর দেশে ফিরছেন না, তা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। তাই তিনি কোথায় আশ্রয় নেবেন, এ নিয়ে আলোচনা চলছে।
শেখ হাসিনার বড় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কি না তা স্পষ্ট নয়।
শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা নিয়েও আলোচনা চলছে। সেখানে তাঁর বোন শেখ রেহানা ও ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। তবে ব্রিটেনের কাছে আশ্রয় অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৩ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৪ ঘণ্টা আগে