Ajker Patrika

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪: ৩৪
বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: আইন উপদেষ্টা

দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। 

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। ওই সব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে। 

যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুম দাতাদের আইনের আওতায় আনা হবে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে। 

রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত