Ajker Patrika

মিয়ানমার থেকে আরও ৩৫ জন বাংলাদেশে, অনুপ্রবেশ বেড়ে ২৬৪: বিজিবি

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৮
মিয়ানমার থেকে আরও ৩৫ জন বাংলাদেশে, অনুপ্রবেশ বেড়ে ২৬৪: বিজিবি

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ মোট ২৬৪ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সে রকমই। গতকাল সোমবার প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।’

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।বিজিবি মহাপরিচালক বলেন, ‘সোমবার রাত পর্যন্ত ১১৫ জন বিজিপি, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্য সদস্যরা আত্মসমর্পণ করে আমাদের কাছে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সকালে আরও ১১৪ জন যোগ হয়ে ২২৯ জন ছিলেন। পরে দুপুরের মধ্যে আরও ৩৫ জন যোগ হয়ে বর্তমানে ২৬৪ জন আছেন। এই ২৬৪ জনকে আমরা আশ্রয় দিয়েছি, তাঁদের খাবারেরও ব্যবস্থা করেছি।’

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।তিনি আরও বলেন, ‘তাঁদের মধ্যে আহত ছিলেন ১৫ জন। এর মধ্যে ৮ জন একটু আহত ছিলেন। বিজিবির ব্যবস্থাপনায় চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর চারজনকে চিকিৎসকের পরামর্শক্রমে তাঁদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সাথে যোগাযোগ রেখে তাঁদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি, এটি খুব শিগগির হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত