নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৪ ঘণ্টা আগে