Ajker Patrika

ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২০: ২২
ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন। 

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন। 

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১১, ঢাকা উত্তর সিটিতে ২৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ এবং খুলনা বিভাগে ১০১ জন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুরে ২৪ ও সিলেটে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত