Ajker Patrika

১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা–চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু

বাসস, ঢাকা
১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা–চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতের শহর চেন্নাইতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশিদের চিকিৎসা সেবার সুবিধার্থে এ নেওয়া হয়েছে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, ‘এটি বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট, আর এ কারণেই আমরা ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। ফ্লাইটটি সোম, বৃহস্পতি ও শনিবার পরিচালিত হবে।’

বিমানের প্রধান বলেন, ‘বিমান সম্প্রতি জাপানের নারিতাতেও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আগামী মাসের মধ্যে ঢাকা–গুয়াংজু–ঢাকা ফ্লাইটকে সপ্তাহে তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি ফ্লাইট করব।’

আগামীকাল রোববার থেকে বিমান ঢাকা–চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইনসের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত