আজকের পত্রিকা ডেস্ক
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে ট্রাক প্রতীকের অস্থায়ী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে ভাই-ভাতিজার সঙ্গে মারামারিতে রফিকুল ইসলাম নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া যশোর ও রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা এবং কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। রংপুরে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর থেমে থাকা ৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৪ আসনে নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের ভবানীপুর কোনাপাড়া গ্রামে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।
চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়ার হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প নির্মাণকাজের নিয়ন্ত্রণ নেন রফিকের ছোট ভাই ফারুক হোসেন এবং বড় ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সেই ক্যাম্পে যান রফিকুল। এরপর তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন ফারুক। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কিল-ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে রফিকুলের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহতের ভাবি মর্জিনা আক্তারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। তবে নাকের একটু ওপরে বাঁ পাশে কাটা জখমের চিহ্ন ছিল। তাঁর হৃদ্রোগ ছিল বলে জানা গেছে।
এদিকে নাটোরের সিংড়ায় গতকাল সন্ধ্যায় তাজপুর ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ৮ জন কর্মী আহত হয়েছে। তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যশোরের মনিরামপুরে গতকাল দুপুরে কুয়াদা বাজারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর তিন সমর্থককে মারপিটের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী আসিফ হোসেনের বিরুদ্ধে। আহত ব্যক্তিরা হলেন কুয়াদা এলাকার সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম সরদার, লিটন হোসেন ও মকলেস উদ্দিন।
রাজশাহীর দুর্গাপুরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা দেওয়া এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে নৌকা-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গলবার বিকেলে পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দলটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে।
চট্টগ্রামের পটিয়ায় গতকাল কাশিয়াইশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর থেমে থাকা ৬টি গাড়িতে নৌকা প্রার্থীর নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গতকাল উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, নাটোর, পাংশা (রাজবাড়ী), গঙ্গাচড়া (রংপুর), দুর্গাপুর (রাজশাহী) ও মনিরামপুর (যশোর) প্রতিনিধি]
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে ট্রাক প্রতীকের অস্থায়ী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে ভাই-ভাতিজার সঙ্গে মারামারিতে রফিকুল ইসলাম নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া যশোর ও রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা এবং কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। রংপুরে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর থেমে থাকা ৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৪ আসনে নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের ভবানীপুর কোনাপাড়া গ্রামে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।
চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়ার হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প নির্মাণকাজের নিয়ন্ত্রণ নেন রফিকের ছোট ভাই ফারুক হোসেন এবং বড় ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সেই ক্যাম্পে যান রফিকুল। এরপর তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন ফারুক। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কিল-ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে রফিকুলের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহতের ভাবি মর্জিনা আক্তারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। তবে নাকের একটু ওপরে বাঁ পাশে কাটা জখমের চিহ্ন ছিল। তাঁর হৃদ্রোগ ছিল বলে জানা গেছে।
এদিকে নাটোরের সিংড়ায় গতকাল সন্ধ্যায় তাজপুর ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ৮ জন কর্মী আহত হয়েছে। তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যশোরের মনিরামপুরে গতকাল দুপুরে কুয়াদা বাজারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর তিন সমর্থককে মারপিটের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী আসিফ হোসেনের বিরুদ্ধে। আহত ব্যক্তিরা হলেন কুয়াদা এলাকার সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম সরদার, লিটন হোসেন ও মকলেস উদ্দিন।
রাজশাহীর দুর্গাপুরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা দেওয়া এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে নৌকা-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গলবার বিকেলে পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দলটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে।
চট্টগ্রামের পটিয়ায় গতকাল কাশিয়াইশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর থেমে থাকা ৬টি গাড়িতে নৌকা প্রার্থীর নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গতকাল উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, নাটোর, পাংশা (রাজবাড়ী), গঙ্গাচড়া (রংপুর), দুর্গাপুর (রাজশাহী) ও মনিরামপুর (যশোর) প্রতিনিধি]
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৭ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১১ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১১ ঘণ্টা আগে