বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভিডিও কথোপকথন, ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক    
Thumbnail image
বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। গতকাল বুধবার (৬ নভেম্বর) দুই দেশের ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে তাঁদের মধ্যে কথোপকথন হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর এই প্রথম বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান পর্যায়ে আলাপ হলো।

এবিষয়ে ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি ভিডিও কলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আলাপ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত