Ajker Patrika

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ভোজ্যতেল, চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ( টিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১২৪ থেকে ১২৬ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল ৬৩৫ থেকে ৬৭০ টাকা বর্তমানে তা ৬৪০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশেরিফাইনারি অ্যাসোসিয়েশন প্রতি লিটার তেলের দাম ধরেছে ১৫৩ টাকা। পাঁচ লিটার বোতলের দাম ৭২৮ টাকা। লিটার প্রতি ১২ তাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তাঁরা।

আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশের বাজারেও মূল্য বৃদ্ধি করতে তাঁরা বাধ্য হচ্ছেন।

ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রায় এক হাজার ৮০০ ডলার হয়েছে। এ কারণে দেশের বাজারে দাম বাড়াতে তাঁরা বাধ্য হচ্ছেন।

এদিকে প্রতি কেজি মোটা দানার মসুর ডালের দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। মাঝারি মানের ডালের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা বর্তমানে ৯০-৯৫ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে প্রতি কেজি আলুর দাম ছিল ১৮-২০ টাকা বর্তমানে তা ১৯-২৫ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ থেকে ৪৫ টাকা পেঁয়াজের দাম এখন ৪২-৪৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজের দাম ছিল ৩৫-৪০ টাকা বর্তমানে তা ৩৫-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি নাজিরশাইল চালের দাম বেড়ে হয়েছে ৫৮ থেকে ৬৮ তাকা। গত সপ্তাহে ছিল ৫৫-৬২ টাকা। তবে মিনিকেট, বিয়ার, আটাশসহ অন্যান্য চালের দাম পাইকারি বাজারে একটু কমছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত