শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯: ৫২
Thumbnail image

শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 

আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আহতদের অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই শহীদ ও আহতদের তালিকা দলীয়ভাবে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো কাজ একেবারে অনুচিত। যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা দেশের বীর সন্তান। কোনো ব্যানারে, কোনো গোষ্ঠীর নামে সংকুচিত করা উচিত নয়। যাঁরা এই কাজটা করছেন, তাঁদের আমরা নিরুৎসাহিত করছি। এখানে বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিই। কোনো রাজনৈতিক স্বার্থে যেন তাঁদের ব্যবহার না করি, এই অনুরোধ থাকবে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পুরোনো বার্ন ইউনিটে ভর্তি থাকা ৩০ জনকে ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. নুরুল ইসলাম, সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত