নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে অবসরে পাঠাল অন্তর্বর্তীকালীন সরকার।
এ ছাড়া আজ মঙ্গলবার দেশের ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে। একই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক এবং কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
এদিকে বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন ও পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক ৫টি প্রজ্ঞাপনে এ পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।
চাকরি ফিরে পাওয়া কর্মকর্তারা হলেন ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির, ব্যারিস্টার মো. জিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন মিয়া ও ড. মো. নাজমুল করিম খান।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর দেওয়ার দিন থেকে পুনর্বহালের আগে পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাঁদের বকেয়া বেতনাদি, পদোন্নতি দেওয়া হবে।
ডিএমপির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
বিগত সরকারের আমলে ডিএমপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
তাঁদের মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির গুরুত্বপূর্ণ ৫ পদে দায়িত্ব পেলেন যাঁরা
ডিএমপির গুরুত্বপূর্ণ পাঁচটি পদে রদবদল আনা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
২৪ জেলায় নতুন এসপি
ঢাকাসহ দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এর আগে এসব জেলার পুলিশ সুপারদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়।
২৪ জেলায় পুলিশ সুপার যাঁরা হলেন রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপিতে এলেন আরও ৫৭ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে। আজ পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে অবসরে পাঠাল অন্তর্বর্তীকালীন সরকার।
এ ছাড়া আজ মঙ্গলবার দেশের ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে। একই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক এবং কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
এদিকে বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন ও পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক ৫টি প্রজ্ঞাপনে এ পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।
চাকরি ফিরে পাওয়া কর্মকর্তারা হলেন ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির, ব্যারিস্টার মো. জিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন মিয়া ও ড. মো. নাজমুল করিম খান।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর দেওয়ার দিন থেকে পুনর্বহালের আগে পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাঁদের বকেয়া বেতনাদি, পদোন্নতি দেওয়া হবে।
ডিএমপির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
বিগত সরকারের আমলে ডিএমপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
তাঁদের মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির গুরুত্বপূর্ণ ৫ পদে দায়িত্ব পেলেন যাঁরা
ডিএমপির গুরুত্বপূর্ণ পাঁচটি পদে রদবদল আনা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
২৪ জেলায় নতুন এসপি
ঢাকাসহ দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এর আগে এসব জেলার পুলিশ সুপারদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়।
২৪ জেলায় পুলিশ সুপার যাঁরা হলেন রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপিতে এলেন আরও ৫৭ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে। আজ পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৪ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৫ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৫ ঘণ্টা আগে