Ajker Patrika

১৫ বছরের ব্যবধানে কোটিপতি চুমকি

গাজীপুর প্রতিনিধি
১৫ বছরের ব্যবধানে কোটিপতি চুমকি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। গত ১০ বছরে লাখপতি থেকে কোটিপতি হয়েছেন তিনি। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকা বেড়েছে ১৫ গুণ। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চুমকির কাছে কোনো নগদ টাকা না থাকলেও বর্তমানে আছে ৩৮ লাখ টাকার বেশি। আর দশম জাতীয় নির্বাচনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির টাকা ছিল ২২ লাখ ৪০ হাজার। বর্তমানে আছে ৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

হলফনামার তথ্য অনুযায়ী, দশম নির্বাচনে চুমকির জমা টাকার পরিমাণ ছিল ২২ লাখ ৪০ হাজার। তাঁর স্বামীর নামে ছিল ১৫ লাখ ৮০ হাজার টাকা। একাদশ নির্বাচনের সময় চুমকির জমা টাকা বেড়ে হয়েছিল ৯৯ লাখ ৫২ হাজার ৭৬২। তাঁর স্বামীর বেড়ে হয়েছিল ৮২ লাখ ৯৪ হাজার ৪২৭ টাকা। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকার পরিমাণ ৩ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ১৩২ টাকা। অর্থাৎ দশম থেকে দ্বাদশ নির্বাচন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকার পরিমাণ বেড়েছে ১৫ গুণ। কিন্তু হলফনামায় তিনি তাঁর স্বামীর জমা টাকার কোনো তথ্য দেননি। হলফনামা অনুযায়ী, দশম নির্বাচনে চুমকি বাড়িভাড়া বাবদ ১ লাখ ৭১ হাজার টাকা আয় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত