Ajker Patrika

দুদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৩, ১৯: ৩৪
দুদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ৷ কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না৷ তবে দুদিনের মধ্যে দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট (আমদানির অনুমতি) দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকেরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজকে বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা (অনুমতি) দিয়ে দেবে।’ 

চিনির দাম বৃদ্ধি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে চিনির দাম আর বাড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে, তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি, যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত