নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এরই মধ্যে সড়কে দেখা দিয়েছে। কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে পরিবহন মালিকেরা গাড়ি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। পণ্য ও যাত্রীবাহী সব পরিবহন বন্ধ আছে। তবে এটি কোনো ঘোষিত কর্মসূচি নয় বলেও উল্লেখ করেন এ পরিবহন শ্রমিক নেতা।
এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের মালিক শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল শুক্রবার থেকে বন্ধ থাকবে। ঢাকায় আজ রাতে কিছু বাস চললেও কাল সকাল থেকে চলবে না।
এনায়েত উল্লাহ আরও বলেন, রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে আছে। বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সারা দেশে ৬৫ হাজার যাত্রীবাহী বাস ও দেড় লাখ পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান রয়েছে উল্লেখ করে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি সৈয়দ মোহাম্মদ বখতিয়ার আজকের পত্রিকাকে বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। আমাদের সঙ্গে বসা উচিত ছিল। হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। আজ সমিতির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এরই মধ্যে সড়কে দেখা দিয়েছে। কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে পরিবহন মালিকেরা গাড়ি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। পণ্য ও যাত্রীবাহী সব পরিবহন বন্ধ আছে। তবে এটি কোনো ঘোষিত কর্মসূচি নয় বলেও উল্লেখ করেন এ পরিবহন শ্রমিক নেতা।
এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের মালিক শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল শুক্রবার থেকে বন্ধ থাকবে। ঢাকায় আজ রাতে কিছু বাস চললেও কাল সকাল থেকে চলবে না।
এনায়েত উল্লাহ আরও বলেন, রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে আছে। বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সারা দেশে ৬৫ হাজার যাত্রীবাহী বাস ও দেড় লাখ পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান রয়েছে উল্লেখ করে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি সৈয়দ মোহাম্মদ বখতিয়ার আজকের পত্রিকাকে বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। আমাদের সঙ্গে বসা উচিত ছিল। হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। আজ সমিতির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
২ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৯ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৯ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৯ ঘণ্টা আগে