নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।
অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৯ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১২ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৩ ঘণ্টা আগে