Ajker Patrika

স্ত্রীর যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের এএসপি সোহেল

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২০: ১৭
স্ত্রীর যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের এএসপি সোহেল

স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের জেলার রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিন। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকার সিএমএম আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। ওই মামলায় তিনি গত বছরের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই মামলায় গত বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিএসআর পার্ট-১ বিধি ৭৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসআর পার্ট-১ বিধি ৭১ অনুযায়ী তিনি খোরপোশ পাবেন। জামিন গ্রহণের তারিখ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে তা কার্যকর হবে। 

এর আগে তিনি পূর্ণ বেতন নিয়ে থাকলে তা সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত