Ajker Patrika

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব   

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ৪১
কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব    

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য আজ রোববার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল বলে মন্ত্রণালয়ে কর্মরত উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা জানান।

গত ২৮ জুন সুইডেনে ঈদুল আজহা পালনের দিন রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে ইরাকি যুবক সালওয়ান মোমিকার কোরআন পোড়ান। এর আগে সুইডেনের একটি আদালত কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানানোর পর মোমিকা ঘটনাটি ঘটান।

ওই ঘটনার পর মুসলিম বিশ্বে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। কিছু মুসলিম দেশ সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে।

কোরআন পোড়ানোর এ ঘটনায় মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত