ঢাবি প্রতিনিধি
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত–ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নেই। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের কাছে পরিষ্কার।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে’ এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভাববৈঠকী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকেরা বক্তব্য দেন।
সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে যারা মাজার ভাঙাকে ইসলামের কাজ বলে মনে করে, তারা যদি ভাবে তাদের আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইসলামকে বাপের সম্পত্তি মনে করার জন্য। এক মহিলা এ দেশকে বাপের সম্পত্তি মনে করেছিল বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করে, ইসলাম তাদের বাপের সম্পত্তি, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলাম তাদের বাপের সম্পত্তি না। ইসলাম প্রত্যেক জনগণের, সকলের। আমাদের রাসুল, আমরা বলি রহমাতুল্লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য শান্তি হয়ে হাজির হন নাই, তিনি পশুপাখি কীটপতঙ্গ সকল জীবের জন্য শান্তি হয়ে হাজির হয়েছেন।’
মাজার ভাঙার পক্ষের লোকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ফরহাদ মজহার আরও বলেন, ‘আমাদের বেশি আপনারা মুসলমানিত্বের বড়াই কইরেন না। আপনাদের পেছনের ল্যাঞ্জা আমরা দেখে ফেলেছি। আপনারা দিল্লির দালাল। দিল্লির দালাল হয়ে মাজার ভাঙতেছেন, এসবের উত্তর আপনাদের দেওয়া হবে। এ সরকারকে আমরা সমর্থন করি, আমরা চাই না এ সরকার দুর্বল হোক। আমরা বারবার এসব বলা সত্ত্বেও এ সরকার আমাদের কথা কানে তুলছে না।’
মাজারগুলোতে মাদক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড হয় এমন যুক্তি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমরা অনৈতিক কাজ সমর্থন করি না। অনৈতিক কাজ কি শুধু মাজারে হয়! পুরো রাষ্ট্র, এ দেশের ধনিক শ্রেণি-এলিট শ্রেণি তাদের হোটেলে, তাদের বাসভবনে অনৈতিক কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সম্পর্কে কিছু বলেন না। কারণ আপনাদের কোন হেডাম নেই। আপনারা খবরদারি করছেন গরিবের ওপরে, অতি গরিবের ওপর, যাদের কাছে রাসুলুল্লাহ ছাড়া কেউ নেই। তারা শুধু রাসুলুল্লাহর জিকির ছাড়া আর কিছুই করছে না। যদি ইসলামের ইতিহাস না জানেন, তাহলে দয়া করে পড়ুন।’
কবর বাঁধাই ও উঁচু করার বিরুদ্ধে ফতোয়া দেওয়া আলেমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কবর সমান করে দেওয়ার কথা বলেন। শুধু কি পীর বুজুর্গদের কবর উঁচু! টুঙ্গিপাড়া যান, সেখানে শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙেন, জিয়াউর রহমানের মাজার ভাঙেন। কিন্তু আপনারা পারবেন না। আপনাদের সে ক্ষমতা নেই।’
যেসব মাজার ভাঙা হয়েছে, সেসব মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ফরহাদ মজহার। অন্যথায় সব দায়ভার সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত–ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নেই। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের কাছে পরিষ্কার।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে’ এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভাববৈঠকী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকেরা বক্তব্য দেন।
সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে যারা মাজার ভাঙাকে ইসলামের কাজ বলে মনে করে, তারা যদি ভাবে তাদের আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইসলামকে বাপের সম্পত্তি মনে করার জন্য। এক মহিলা এ দেশকে বাপের সম্পত্তি মনে করেছিল বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করে, ইসলাম তাদের বাপের সম্পত্তি, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলাম তাদের বাপের সম্পত্তি না। ইসলাম প্রত্যেক জনগণের, সকলের। আমাদের রাসুল, আমরা বলি রহমাতুল্লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য শান্তি হয়ে হাজির হন নাই, তিনি পশুপাখি কীটপতঙ্গ সকল জীবের জন্য শান্তি হয়ে হাজির হয়েছেন।’
মাজার ভাঙার পক্ষের লোকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ফরহাদ মজহার আরও বলেন, ‘আমাদের বেশি আপনারা মুসলমানিত্বের বড়াই কইরেন না। আপনাদের পেছনের ল্যাঞ্জা আমরা দেখে ফেলেছি। আপনারা দিল্লির দালাল। দিল্লির দালাল হয়ে মাজার ভাঙতেছেন, এসবের উত্তর আপনাদের দেওয়া হবে। এ সরকারকে আমরা সমর্থন করি, আমরা চাই না এ সরকার দুর্বল হোক। আমরা বারবার এসব বলা সত্ত্বেও এ সরকার আমাদের কথা কানে তুলছে না।’
মাজারগুলোতে মাদক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড হয় এমন যুক্তি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমরা অনৈতিক কাজ সমর্থন করি না। অনৈতিক কাজ কি শুধু মাজারে হয়! পুরো রাষ্ট্র, এ দেশের ধনিক শ্রেণি-এলিট শ্রেণি তাদের হোটেলে, তাদের বাসভবনে অনৈতিক কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সম্পর্কে কিছু বলেন না। কারণ আপনাদের কোন হেডাম নেই। আপনারা খবরদারি করছেন গরিবের ওপরে, অতি গরিবের ওপর, যাদের কাছে রাসুলুল্লাহ ছাড়া কেউ নেই। তারা শুধু রাসুলুল্লাহর জিকির ছাড়া আর কিছুই করছে না। যদি ইসলামের ইতিহাস না জানেন, তাহলে দয়া করে পড়ুন।’
কবর বাঁধাই ও উঁচু করার বিরুদ্ধে ফতোয়া দেওয়া আলেমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কবর সমান করে দেওয়ার কথা বলেন। শুধু কি পীর বুজুর্গদের কবর উঁচু! টুঙ্গিপাড়া যান, সেখানে শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙেন, জিয়াউর রহমানের মাজার ভাঙেন। কিন্তু আপনারা পারবেন না। আপনাদের সে ক্ষমতা নেই।’
যেসব মাজার ভাঙা হয়েছে, সেসব মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ফরহাদ মজহার। অন্যথায় সব দায়ভার সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিএনপির পক্ষ থেকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে বিএনপি
৪ ঘণ্টা আগেআমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই...
৪ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন...
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
৭ ঘণ্টা আগে