Ajker Patrika

দুর্নীতির সব মামলাতেই পদক্ষেপ নেব: অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির সব মামলাতেই পদক্ষেপ নেব: অ্যাটর্নি জেনারেল 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দুর্নীতির সবগুলো মামলাতেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

দুর্নীতির মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে দীর্ঘ সময় লাগে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুদক স্বাধীনভাবে কাজ করে। হাইকোর্টে দুদকই মামলা পরিচালনা করে। আমাকে ডাকলে আমি যাই। রাষ্ট্রের পক্ষ থেকে সবকিছুই আমরা করব। দুর্নীতির মামলা প্রথমে বিচারিক আদালতে শুনানি হয়। এটা মুখের সাক্ষী দিয়ে নয়, কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয়। এ কারণে কাগজপত্র নিয়ে মামলা করতে সময় লাগে। দুর্নীতির মামলা তদন্ত প্রক্রিয়াটা সময়সাপেক্ষ ব্যাপার।’ 

দুর্নীতির মামলায় দুদক ব্যবস্থা নেওয়ার আগেই অনেকে দেশ ছাড়ছে—এ বিষয়ে দৃষ্ট আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিল বিভাগ একটি মামলায় রায় দিয়েছেন। দুদক কারও বিষয়ে মনে করলে বিদেশযাত্রা আটকে দিতে পারবেন। তবে তিন দিনের মধ্যে দায়রা আদালত থেকে আদেশ আনতে হবে।’ 

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নিয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি সরকারি প্রত্যকেরই হিসাব নেওয়া উচিত। সরকারের যেই পর্যায়েই কাজ করেন না কেন। স্বচ্ছতার জন্য বছর বছর হিসাব দেওয়াটা নিজের জন্য সুবিধা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত