বুধবার থেকে অফিস চলবে সকাল ৯টা-৫টা 

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়ের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয় আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। 

পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রোববার, সোমবার ও মঙ্গলবার (২৮,২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। 

সহিংসতা নিয়ন্ত্রণে সরকার অভিযান চালালে ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত