Ajker Patrika

চাঁদাবাজ-দখলদারেরা যে দলেরই হোক ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫: ২০
চাঁদাবাজ-দখলদারেরা যে দলেরই হোক ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারেরা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।’ এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব বিষয়ে কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘চারদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে, সে জন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত