সাভার (ঢাকা) প্রতিনিধি
দেশের অভিভাবক হিসেবে ক্ষমতায় আসা ও ক্ষমতার বাইরে থাকা সবারই ২০২৪ সালের পরিস্থিতির জন্য দায় রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
তিনি বলেছেন, ‘৫০ বছর ধরে আমরা দেশটাকে অপশাসনের শিকার হতে দেখেছি। আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে। আজ যখন তরুণেরা প্রতিবাদ করছে, তাদের স্লোগানগুলো আমাদেরই বিরুদ্ধে। ৭১–এর পরে দেশের মাটি ও পতাকা পেলেও আমরা মুক্তিযোদ্ধারা সবকিছু মীমাংসিত করতে পারিনি। সেই অমীমাংসিত বিষয়গুলোর ফলাফল আজকের ২০২৪।’
আজ শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানেরা এখন দেশকে ভালোবাসতে শিখেছে, পতাকাকে সম্মান করতে শিখেছে। যেখানে আমরা ব্যর্থ হয়েছি, সেখানে তারাই গড়বে নতুন দেশ। এটি একটি নতুন মুক্তিযুদ্ধ। তরুণেরা যদি এ যুদ্ধে পিছিয়ে যায়, তবে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধেও দাঁড়াবে, যেমন তারা আজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
দারিদ্র্য নিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘আমি দারিদ্র্যকে অস্বীকার করি। যখন আমি আমার মন থেকে দারিদ্র্যকে মুছে ফেলি, তখন সেটি আমার জীবনে আর জায়গা পায় না। দারিদ্র্য মুছে ফেলতে হলে মনোভাব বদলাতে হবে এবং দারিদ্র্যের কারণগুলো নির্মূল করতে হবে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ হাসিনার আমলে বাক্স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং ব্যাংক লুটের কারণে দেশ একটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। গণতন্ত্র কার্যকর এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার মধ্যে সম্প্রীতি প্রয়োজন।’
দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা তরুণদের সংগ্রামকে স্বীকৃতি দিয়ে বলেন, ‘তরুণেরা সমাজের বৈষম্য, অন্যায় ও অসমতার বিরুদ্ধে লড়াই করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’
‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৮০০ স্বেচ্ছাসেবী তরুণ অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক বিতর্ক এবং ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভল্যুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, আগামী এক বছরের জন্য ১১ সদস্যের জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।
দেশের অভিভাবক হিসেবে ক্ষমতায় আসা ও ক্ষমতার বাইরে থাকা সবারই ২০২৪ সালের পরিস্থিতির জন্য দায় রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
তিনি বলেছেন, ‘৫০ বছর ধরে আমরা দেশটাকে অপশাসনের শিকার হতে দেখেছি। আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে। আজ যখন তরুণেরা প্রতিবাদ করছে, তাদের স্লোগানগুলো আমাদেরই বিরুদ্ধে। ৭১–এর পরে দেশের মাটি ও পতাকা পেলেও আমরা মুক্তিযোদ্ধারা সবকিছু মীমাংসিত করতে পারিনি। সেই অমীমাংসিত বিষয়গুলোর ফলাফল আজকের ২০২৪।’
আজ শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানেরা এখন দেশকে ভালোবাসতে শিখেছে, পতাকাকে সম্মান করতে শিখেছে। যেখানে আমরা ব্যর্থ হয়েছি, সেখানে তারাই গড়বে নতুন দেশ। এটি একটি নতুন মুক্তিযুদ্ধ। তরুণেরা যদি এ যুদ্ধে পিছিয়ে যায়, তবে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধেও দাঁড়াবে, যেমন তারা আজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
দারিদ্র্য নিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘আমি দারিদ্র্যকে অস্বীকার করি। যখন আমি আমার মন থেকে দারিদ্র্যকে মুছে ফেলি, তখন সেটি আমার জীবনে আর জায়গা পায় না। দারিদ্র্য মুছে ফেলতে হলে মনোভাব বদলাতে হবে এবং দারিদ্র্যের কারণগুলো নির্মূল করতে হবে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ হাসিনার আমলে বাক্স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং ব্যাংক লুটের কারণে দেশ একটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। গণতন্ত্র কার্যকর এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার মধ্যে সম্প্রীতি প্রয়োজন।’
দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা তরুণদের সংগ্রামকে স্বীকৃতি দিয়ে বলেন, ‘তরুণেরা সমাজের বৈষম্য, অন্যায় ও অসমতার বিরুদ্ধে লড়াই করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’
‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৮০০ স্বেচ্ছাসেবী তরুণ অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক বিতর্ক এবং ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভল্যুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, আগামী এক বছরের জন্য ১১ সদস্যের জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তৈরি করেছিল উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এর লিখিত রূপ হিসেবে জাতীয় সনদের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে সামাজিক চুক্তি। রাষ্ট্র তার নাগরিকদের সঙ্গে চুক্তি করবে। ফলে নাগরিকের
৪ মিনিট আগেপুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআইসহ রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি নির্বিচার বিষোদগার থেকে বিরত থাকার জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। তিনি বলেছেন, কেউ অপরাধ করলে তার বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সংস্থাকে আন্ডারমাইন করবেন না। আজ মঙ্গলবার মহাখালীর রাওয়া
২৫ মিনিট আগেহজযাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি।
১ ঘণ্টা আগেজনগণ সংগঠিত না হয়ে নিজেদের মধ্যে হানাহানি ও বিষোদ্গার করতে থাকলে তা অপরাধীদের চমৎকার সুযোগ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।
২ ঘণ্টা আগে