বিআরটিএর নতুন চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৬: ৫৪
আপডেট : ৩০ জুন ২০২৪, ২৩: ১৭

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান হলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল। বর্তমানে বিআরটিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নুর মোহাম্মদ মজুমদার। তিনি সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন গৌতম চন্দ্র পাল। 

আজ রোববার বেলা ১১টার দিকে বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দিক নির্দেশনা দেন নতুন চেয়ারম্যান। 

চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল গণমাধ্যমকে বলেন, ‘আজ থেকেই অফিস শুরু করেছি। বিআরটিএকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে হবে। আগের চেয়ারম্যান মহোদয়কে যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগিতা করবেন।’ 

গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বিষয়টি জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত