দেশের ৫২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন, ব্যবহারে এগিয়ে নারীরা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ২২: ৪৯
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০: ১৮

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপ অনুসারে, মোবাইল ফোন ব্যবহারে দেশের নারীরা পুরুষদের চেয়ে শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে রয়েছে। গত তিন মাসে নারীর মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ শতাংশ। পুরুষের এই হার ৮৯ দশমিক ৯ শতাংশ। 

সম্প্রতি প্রকাশিত বিবিএসের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীর চেয়ে এগিয়ে রয়েছে পুরুষেরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। 

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। 

জরিপে দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে (১৫ শতাংশ) এবং সবচেয়ে কম বরিশালে (৪ শতাংশ)। এতে বলা হয়, বিভাগ অনুসারে, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। 

২০১৩ সালে মোবাইল ব্যবহারের হার ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত