Ajker Patrika

স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাকিস্তানকে সহায়তা দিয়েছিল, সেসব দেশে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা আশ্রয় নিয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং তাদের সন্তানেরা সেসব দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

সরকার বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই সরকার অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারে বদ্ধপরিকর। অনেকেই বিদেশে পালিয়ে আছে। যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে, সেসব দেশে বুদ্ধিজীবীদের খুনি ও তাদের সন্তানেরাও আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশ থেকে আমরা এখনো পরিপূর্ণ সাহায্য পাচ্ছি না।’

১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে তারা। এরাই আবার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এরই মধ্যে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত