বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩: ১৭
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫২

বাংলাদেশে যুক্তরাষ্ট্র কর্তৃক যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘টক উইথ রাশিয়ান অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

অনুষ্ঠানে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশে ভবিষ্যতে কোনো নিষেধাজ্ঞা দেয়, তাহলে রাশিয়া ১৯৭১ সালের মতো বাংলাদেশের পক্ষে কাজ করবে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া সবকিছুই করবে, যদি আমেরিকা ও পশ্চিমা বিশ্ব কর্তৃক কোনো বেআইনি পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হয়।’ 

এ সময় আলেক্সান্ডার ভি মন্টিটস্কি জাতিসংঘের কার্যকলাপ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়ে কাজ করছে। তাদের নৈতিক হওয়া উচিত ছিল। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের স্বার্থের জায়গাগুলো নিয়ে তারা কাজ করে। 

তিনি বলেন, জাতিসংঘের উচিত হবে নিরপেক্ষ অবস্থানে থাকা। এটা রাশিয়া সব সময়ই বলে আসছে। পশ্চিমা বিশ্ব যা বলে, তারা সেটি নিয়ে কাজ করে। তারা কখনো নিরপেক্ষ জায়গা থেকে কাজ করে না। 

এর আগে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। 

আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বলেন, রাশিয়া এখন বাংলাদেশে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়েও কাজ করবে। এ সম্পর্কে অনেক দূর কথা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আরও ভালো জানাতে পারবে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী শাহারিয়ার জামান। আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত