স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ট্রাক ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ২৩: ০২
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২৩: ০৫

ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানের মালিক-শ্রমিকেরা। আজ সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ ঘোষণা দেন। 

রাত পৌনে ৮টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর চেয়ারম্যানও অংশ নেন। 

বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। 

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করবো তাঁদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকেরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে। 

ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকেরা ধর্মঘট ডাকেন। গত বুধবার মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়েছে। প্রতিবাদে পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চালানো বন্ধ করে দেন মালিকেরা। 

ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন মালিকেরাও যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে গতকাল রোববার বাস ও লঞ্চমালিকদের সঙ্গে পৃথক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত