পূর্বাচলে ঢাবির জন্য বরাদ্দ জমি কমিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

পূর্বাচলে বরাদ্দকৃত ৫২ একর জমি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অপারগতা প্রকাশ করেছে দাবি করে তা থেকে ১০ একর জমি সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত ৫২ একর ভূমি গ্রহণে অপারগতা প্রকাশ করায় উক্ত ভূমি থেকে ১০ একর ভূমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ প্রেরণের নিমিত্ত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

পূর্বাচলে ক্যাম্পাস গড়ে তোলার জন্য ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৫১ দশমিক ৯৯ একর জমি প্রাথমিক বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অর্থ বরাদ্দের জটিলতায় জমি এখনো ঢাবিকে বুঝিয়ে দেয়নি রাজউক। প্রয়োজনীয় অর্থের জন্য সরকারের সহযোগিতা চেয়েছে ঢাবি। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি করেছে তারা অপারগতা প্রকাশ করেনি। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘জমি গ্রহণে আমরা সারসংক্ষেপ পাঠিয়েছি। যেটা শিক্ষা মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী বরাবর আছে। জমি আমাদের কি জন্য প্রয়োজন সেটা বলা হয়েছে। আমরা আপারগতা প্রকাশ করিনি।’ 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হক বলেন, ‘পূর্বাচল নতুন শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৫২ একর জায়গা দেওয়া হয়েছে। বরাদ্দের টাকা দিয়েছে কিনা সম্পত্তি বিভাগে খোঁজ নিয়ে জানতে হবে। তবে তারা জায়গা বরাদ্দ নিতে কোনো অপারগতা প্রকাশ করেনি।’ 

এর আগে গত মাসে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৫২ একর জমি থেকে সাংস্কৃতিক চর্চা বিকাশের জন্য ৩ থেকে ৫ একর জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী বরাবরে সারসংক্ষেপ প্রেরণ করা যেতে পারে।’ 

জানতে চাইলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০ একর জায়গা চেয়েছি। যেটা যেকোনো সুবিধাজনক জায়গা চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বলে কথা না। আগের কার্যপত্রে লেখা হয়েছিল। আমি বলেছি এই ভাবে সুন্দর করে লেখেন। আমাদের ১০ একর জায়গা দরকার, সেটা সুবিধাজনক ভালো জায়গা যেন দেওয়া হয়।’ 

কে এম খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা তারা যদি না নিতে পারে। তখন সরকার সিদ্ধান্ত নিবে কাকে দেবে। তখন আমরা আমাদের জন্য বলব।’ 

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্য সংকলন নজরুল রচনাবলী প্রমিত ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মনোনয়নের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুকরণ এবং ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। 

সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কাজী কেরামত আলী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত