বাংলাদেশ পাসপোর্টের শক্তির বিচারে এগিয়েছে ৫ ধাপ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
Thumbnail image

শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সাম্প্রতিক সূচকে এমনটাই জানানো হয়েছে। দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সূচকে বর্তমানে বাংলাদেশ আছে ১০৩ নম্বরে। গত বছরের সূচকে এটি ছিল ১০৮। 

ভিসা-ফ্রি স্কোরে বাংলাদেশের অবস্থান অবশ্য একই আছে। সেটি হলো ৪০। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৪০টি দেশে। সর্বশেষ সূচকেও এটিই ছিল।   

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) দেওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। মূলত আইএটিএ বিশ্বজুড়ে ভ্রমণের তথ্য সংরক্ষণ করে থাকে। ২০০৬ সাল থেকে শক্তির বিচারে পাসপোর্টের এমন র‍্যাঙ্কিং নিয়মিত প্রকাশ করে আসছে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। মূলত কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কতটি দেশে যাওয়া যায়, সেটিই শক্তিশালী পাসপোর্টের এই সূচকের মূল ভিত্তি। 

সাম্প্রতিক সূচকে শক্তির বিচারে তালিকার শিখরে আছে জাপান ও সিঙ্গাপুর। প্রথম স্থানে আছে এ দুটি দেশ। এ দুটি দেশের পাসপোর্ট নিয়ে ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া যায়। আর দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ ও স্পেন।   

এদিকে তালিকার ১০৩ নম্বরে বাংলাদেশের সঙ্গে আছে কসোভো ও লিবিয়া। প্রতিবেশীদের মধ্যে নেপাল ও পাকিস্তান আছে বাংলাদেশের পেছনে, যথাক্রমে ১০৫ ও ১০৮ নম্বরে।

তালিকার সর্বনিম্ন অর্থাৎ ১১১ নম্বরে আছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে। আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছে তালেবান। তালিকার ১০৯ নম্বরে আছে সিরিয়া। ১১০ নম্বরে আছে ইরাক।

অন্যদিকে দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সাম্প্রতিক শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বাংলাদেশের ঠিক পরেই আছে উত্তর কোরিয়া, ১০৪ নম্বরে। মিয়ানমার ও দক্ষিণ সুদান আছে বাংলাদেশের ওপরে, যথাক্রমে তালিকার ৯৭ ও ৯৯ নম্বরে। 

প্রতিবেশীদের মধ্যে ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ আছে বাংলাদেশের ওপরে। তালিকায় মালদ্বীপের অবস্থান ৫৮, ভারত ৮৩, ভুটান ৯০ ও শ্রীলঙ্কা ১০২ নম্বরে আছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

আ.লীগের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা নিজাম যোগ দিলেন ইসলামী আন্দোলনে

বাংলাদেশে সরকারপতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে: জেক সুলিভান

সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে অনৈক্য

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত