কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যা, চোরাচালানসহ অন্যান্য অপরাধ বন্ধে দিল্লি ‘ফর্মুলা’ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
১৯৭১ সালে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্বীকৃতি দেওয়াতে বাংলাদেশের হৃদয় ভরে গিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘এ বছরও ভারত বাংলাদেশকে সম্মান দিয়েছে। ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং তাদের রাষ্ট্রপতি আসবেন।’
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতটি সৌজন্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও ভারতের সোনালি অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। ভারত চায় না এমন কাজ হবে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়তে বাধা হয়ে দাঁড়ায়।’
সীমান্ত হত্যা নিয়ে একে আবদুল মোমেন বলেন, ‘বৈঠকে ভারত জানিয়েছে যে, এগুলোর ওপর আরও সতর্ক দৃষ্টি রাখবে। একটি সূত্র বা ফর্মুলা দিয়েছে যাতে সীমান্তে ঝামেলা না হয়। পানির নিয়ে আলোচনা হয়েছে, এটি সমাধান হবে আলোচনার মাধ্যমে, সেটি ত্বরান্বিত করা হবে।’
জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে কি না-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ত্বরান্বিত করার জন্য এরই মধ্যে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যা, চোরাচালানসহ অন্যান্য অপরাধ বন্ধে দিল্লি ‘ফর্মুলা’ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
১৯৭১ সালে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্বীকৃতি দেওয়াতে বাংলাদেশের হৃদয় ভরে গিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘এ বছরও ভারত বাংলাদেশকে সম্মান দিয়েছে। ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং তাদের রাষ্ট্রপতি আসবেন।’
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতটি সৌজন্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও ভারতের সোনালি অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। ভারত চায় না এমন কাজ হবে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়তে বাধা হয়ে দাঁড়ায়।’
সীমান্ত হত্যা নিয়ে একে আবদুল মোমেন বলেন, ‘বৈঠকে ভারত জানিয়েছে যে, এগুলোর ওপর আরও সতর্ক দৃষ্টি রাখবে। একটি সূত্র বা ফর্মুলা দিয়েছে যাতে সীমান্তে ঝামেলা না হয়। পানির নিয়ে আলোচনা হয়েছে, এটি সমাধান হবে আলোচনার মাধ্যমে, সেটি ত্বরান্বিত করা হবে।’
জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে কি না-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ত্বরান্বিত করার জন্য এরই মধ্যে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৯ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১১ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১১ ঘণ্টা আগে