গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২১, ২১: ৩৯

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নিয়ে গোটা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে। হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৪ শিশু ও ৩৮ নারীসহ ২২৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে হামাসের হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হয়েছে।

ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও এর প্রতিবাদ জানাচ্ছে। করছে বিক্ষোভ। আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে এ আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলার একাধিক স্থানে, মাদারীপুর, ঢাকার দোহারসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন আয়োজিত এসব কর্মসূচি থেকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েট শিক্ষার্থীদের সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্টস অ্যাডভান্সমেন্ট (ঊষা)। আজকের পত্রিকার বুড়িচং প্রতিনিধি জানান, এই প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনের মানুষের পক্ষে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আক্রান্ত ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে এ সময় তাঁরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন।

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ। ছবি: আজকের পত্রিকাউষা সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উষার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের শিক্ষক আবদুল্লাহ আল মাছুম, সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সেক্রেটারি মো. ইকবাল হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোলায়মান প্রমুখ। এ সময় উষার যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুছাদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হারুনুর রশিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমরান আহমেদ সৈকত ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মেসবাহুল বারিসহ সংগঠনটির কেন্দ্রীয় ও ইউনিয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিনে কুমিল্লার লাকসাম ও কুমিল্লা নগরে সামাজিক সংগঠন স্পার্ড প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি। নগরের টাউন হলের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি ও দৈনিক কালজয়ী পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি ফয়েজ আহমেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য শাহ জালাল মজুমদার, বিপনানন্দ দে, মো. জাভেদ হোসাইন, সৈয়দ খালেদ হোসেনসহ অন্যরা।

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ঢাকার দোহার উপজেলায়। আজকের পত্রিকার দোহার প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিলাসপুর ইসলামী কল্যাণ ফাউন্ডেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, এবারের ঈদুল ফিতরে বিশ্বের অন্য মুসলমানেরা যখন পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, ফিলিস্তিনি অধিবাসীরা তখন ব্যস্ত স্বজনের লাশ দাফনে। দখলদার ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করছে। মানববন্ধন থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানান বক্তারা।

একই আহ্বান জানানো হয়েছে মাদারীপুর জেলার শিবচরে স্থানীয় ছাত্র–যুবক ও সাধারণ মানুষ আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকেও। শিবচর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেলে শিবচরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শিবচর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রায় আধ ঘণ্টা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিক্ষোভকারীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত