নিজস্ব্ব প্রতিবেদক, সাভার
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালসহ রাজধানীর হাসপাতাল ও আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে লকডাউনে যেতে হবে। আজ রোববার সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
প্রবাসীদের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা অবস্থান করছেন তাঁদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা আসবেন তাঁদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য রাজধানীর বেশ কিছু হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশ থেকে আগতরা নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারেন।
মন্ত্রী বলেন, ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। এ জন্য টিকা কর্মসূচি বেগবান করা হয়েছে। প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি। এ ছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। জনবল বাড়ানোর জন্য সাড়ে ৮ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ওমিক্রন ঠেকাতে সীমান্ত বন্ধ করা হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। তবে সীমান্তে পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যাব বড় করা হয়েছে। আগে ২ হাজার বর্গফুটের ল্যাব ছিল। এখন ৩০ হাজারের বেশি বর্গফুটের ল্যাব করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, করোনা থেকে নিরাপদে থাকতে হলে টিকার পাশাপাশি মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশে এখন করোনায় প্রতিদিন এক-দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এই অবস্থায় থাকলে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।
মন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের জেষ্ঠ্য সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা।
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালসহ রাজধানীর হাসপাতাল ও আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে লকডাউনে যেতে হবে। আজ রোববার সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
প্রবাসীদের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা অবস্থান করছেন তাঁদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা আসবেন তাঁদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য রাজধানীর বেশ কিছু হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশ থেকে আগতরা নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারেন।
মন্ত্রী বলেন, ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। এ জন্য টিকা কর্মসূচি বেগবান করা হয়েছে। প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি। এ ছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। জনবল বাড়ানোর জন্য সাড়ে ৮ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ওমিক্রন ঠেকাতে সীমান্ত বন্ধ করা হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। তবে সীমান্তে পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যাব বড় করা হয়েছে। আগে ২ হাজার বর্গফুটের ল্যাব ছিল। এখন ৩০ হাজারের বেশি বর্গফুটের ল্যাব করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, করোনা থেকে নিরাপদে থাকতে হলে টিকার পাশাপাশি মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশে এখন করোনায় প্রতিদিন এক-দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এই অবস্থায় থাকলে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।
মন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের জেষ্ঠ্য সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৩৬ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৩৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
৪ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
৪ ঘণ্টা আগে