বিশেষ প্রতিনিধি, ঢাকা
উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ২৪তম ব্যাচকে বিবেচনা করা হয়েছে। এর আগে বাদপড়া অন্যান্য ব্যাচের কয়েকজন ইতিমধ্যে পদোন্নতি পেয়েছেন।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় জেলা প্রশাসক এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে থাকা ২৪ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি। এই ব্যাচে প্রশাসন ক্যাডারের ৩৩৬ জন কর্মকর্তার মধ্যে ১৩৯ জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া নতুনদের নিয়ে এখন যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭ জন।
সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তাদের বিবেচনায় নিতে হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে
উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ২৪তম ব্যাচকে বিবেচনা করা হয়েছে। এর আগে বাদপড়া অন্যান্য ব্যাচের কয়েকজন ইতিমধ্যে পদোন্নতি পেয়েছেন।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় জেলা প্রশাসক এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে থাকা ২৪ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি। এই ব্যাচে প্রশাসন ক্যাডারের ৩৩৬ জন কর্মকর্তার মধ্যে ১৩৯ জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া নতুনদের নিয়ে এখন যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭ জন।
সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তাদের বিবেচনায় নিতে হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে
অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাঁদের ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এর জেরে আজ শুক্রবার
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্রজনতা তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী। আজ শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররমের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
১১ ঘণ্টা আগেঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।
১২ ঘণ্টা আগেজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আজ জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছে অনেকে। তবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসন চেষ্টার’ প্রতিবাদেও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
১৩ ঘণ্টা আগে