Ajker Patrika

রোহিঙ্গা সংকটে বিশ্বব্যাংক–এডিবির ঋণ চাওয়া উদ্বেগের: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা সংকটে বিশ্বব্যাংক–এডিবির ঋণ চাওয়া উদ্বেগের: টিআইবি

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণ চাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবি এ উদ্বেগ জানিয়ে বলে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১০০ কোটি ডলার চেয়েছে সরকার। এর মধ্যে ৫৩ কোটি ৫০ লাখ ডলার ঋণ। আর অবশিষ্ট ৪৬ কোটি ৫০ লাখ ডলার অনুদান। 

বাংলাদেশ যখন নিজস্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন এই ঋণ চাওয়ার সিদ্ধান্ত দ্বিগুণ উদ্বেগজনক বলে মনে করে টিআইবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি মনে করে, রোহিঙ্গা সংকটের মতো এমন একটি মানবিক সংকট মোকাবিলার সব ভার শুধু বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া পুরোপুরি অন্যায্য এবং তা মোটেই কার্যকর ও টেকসই সমাধান নয়। এই সংকট সমাধানের জন্য প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ এবং বৈশ্বিক সংহতি। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান ও বছরের পর বছর ভরণপোষণের দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চই করেছে বাংলাদেশ।

এই বাড়তি অর্থনৈতিক বোঝা সম্মিলিতভাবেই বহন করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে এই অর্থনৈতিক বোঝার পুরোটাই অনন্তকাল ধরে বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেয়ার সুযোগ নেই। বিশেষত, যখন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খাচ্ছে, সেই মুহূর্তে এই ঋণ চাওয়ার সিদ্ধান্ত দ্বিগুণ উদ্বেগজনক।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ঋণ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও রোহিঙ্গা সংশ্লিষ্ট সব খরচের সুষ্ঠু ও ন্যায়সংগত বণ্টনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত