Ajker Patrika

একাধিক টিকিট কিনতে অবশ্যই দিতে হবে সহযাত্রীর নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৯: ৩৯
একাধিক টিকিট কিনতে অবশ্যই দিতে হবে সহযাত্রীর নাম

টিকিট কালোবাজারি রোধে টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া আগেই চালু হয়েছে। এবার এক ব্যক্তির নিবন্ধন থেকে একসঙ্গে চারটি টিকিট কিনতে সহযাত্রীর নাম সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। 

‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই অন্যদের নামও উল্লেখ করতে হবে। 

রেলের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ আজ শনিবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। 

সন্দীপ বলেন, ‘যিনি টিকিট কাটবেন, তার নাম চলে আসবে। আর বাকি তিনটি নাম জাতীয় পরিচয়পত্রে যেমন আছে তেমনভাবে দিতে হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে টিকিট কাটার সময় অপশন থাকবে নাম দেওয়ার।’ 

জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ছবিও যুক্ত করা লাগবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো রেলওয়ে এমন নির্দেশনা দেয়নি।’ 

আজ সকাল ৮টা ৪৩ মিনিটে রেল সেবা ফেসবুক পেজে নাম বাধ্যতামূলক করা হয়েছে এমন তথ্য দিয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে বলে হয়, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয়পত্র/ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, একাধিক টিকিট কেনার জন্য আসন নির্ধারণ করার পরের ধাপে গিয়ে যাত্রীর ১ এর ক্ষেত্রে যে অ্যাকাউন্ট দিয়ে নির্ধারণ করা হয়েছে, তার নাম বসানো আছে। অন্য যাত্রীর জায়গায় তারকা চিহ্ন দিয়ে নামের জায়গা খালি রাখা হয়েছে। সেখানে নাম না লেখা পর্যন্ত পরবর্তী ধাপ আসবে না। 

আজ শনিবার থেকে চালু হয়েছে যাত্রার দশ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া নতুন সিদ্ধান্তের ফলে দশ দিন আগের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। 

কাউন্টার ও অনলাইনের উভয় মাধ্যমে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। এ ক্ষেত্রে অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা নেই। 

অনলাইন রিফান্ড শুধুঁ ই-টিকিট ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। যাত্রীর টিকিট কেনার হিস্ট্রিতে থাকা পছন্দমতো টিকিটের জন্য রিফান্ড বোতামে ক্লিক করলে বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সাবমিট করা হলে টিকিট ফেরত প্রক্রিয়া শুরু হবে। রিফান্ডের টাকা কিছুদিনের মধ্যে ফেরত দেওয়া হবে। 

এর আগে ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের লক্ষ্যে ১ এপ্রিলে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এরপর ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিট ব্যবস্থা কার্যকরী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত