১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৯
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১১

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আজ বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠবারের মতো শুরু হওয়া বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে আমরা নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি মনে করেন প্রকাশ করবেন, তাহলে সেটা করবেন, না হলে নয়। আজকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ তারিখ আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।

জানা গেছে, আগামী ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতি কাছে নাম জমা দেওয়া হবে।

গতকাল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়। 

এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।

ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।

ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত