নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আজ বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠবারের মতো শুরু হওয়া বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে আমরা নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি মনে করেন প্রকাশ করবেন, তাহলে সেটা করবেন, না হলে নয়। আজকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ তারিখ আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।
জানা গেছে, আগামী ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতি কাছে নাম জমা দেওয়া হবে।
গতকাল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়।
এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।
ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।
ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আজ বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠবারের মতো শুরু হওয়া বৈঠকে নাম চূড়ান্ত করা হয়। আজকের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে আমরা নাম আমরা প্রকাশ করবো না। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি মনে করেন প্রকাশ করবেন, তাহলে সেটা করবেন, না হলে নয়। আজকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ তারিখ আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।
জানা গেছে, আগামী ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতি কাছে নাম জমা দেওয়া হবে।
গতকাল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়।
এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।
ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।
ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৩ ঘণ্টা আগে