নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। ভাড়া বৃদ্ধি করা নিয়ে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা হলে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে, আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় ট্যাংকলরীতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এ বিষয়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, তেলের দাম বেড়েছে, ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। ট্যাংকলরি ভাড়া নির্ধারণ করেন পেট্রোলিয়াম করপোরেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেক মিটিং হয়েছে কিন্তু এখনো আশার মুখ দেখিনি। তাই আগামী তিন তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার ডাক দিয়েছি।
সাজ্জাদুল আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকে ট্যাংকলরির চেসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ ও ড্রাইভারের বেতন বৃদ্ধিতে ট্যাংকলরি বিনিয়োগ দ্বিগুণ হয়েছিল। দীর্ঘদিন ধরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছিল। তেলের মূল্য বৃদ্ধির পর লোকসানের মাত্রা কয়েক গুন বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরি প্রতি অবহেলার ফলে ট্যাংকলরি মালিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। সেই চিঠিতে বলা হয়েছে, ট্যাংকলরির ভাড়া ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে লিটার প্রতি বর্তমানে ৫০ পয়সা ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়িয়ে ৭০ পয়সা করার দাবি জানানো হয়। আর এর বেশি দূরত্বের জন্য বর্তমান ভাড়া তিন টাকা ২৫ পয়সা। এই ভাড়া বাড়িয়ে সাড়ে চার টাকা করতে বলা হয়েছে।
সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। ভাড়া বৃদ্ধি করা নিয়ে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা হলে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে, আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় ট্যাংকলরীতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এ বিষয়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, তেলের দাম বেড়েছে, ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। ট্যাংকলরি ভাড়া নির্ধারণ করেন পেট্রোলিয়াম করপোরেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেক মিটিং হয়েছে কিন্তু এখনো আশার মুখ দেখিনি। তাই আগামী তিন তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার ডাক দিয়েছি।
সাজ্জাদুল আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকে ট্যাংকলরির চেসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ ও ড্রাইভারের বেতন বৃদ্ধিতে ট্যাংকলরি বিনিয়োগ দ্বিগুণ হয়েছিল। দীর্ঘদিন ধরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছিল। তেলের মূল্য বৃদ্ধির পর লোকসানের মাত্রা কয়েক গুন বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরি প্রতি অবহেলার ফলে ট্যাংকলরি মালিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। সেই চিঠিতে বলা হয়েছে, ট্যাংকলরির ভাড়া ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে লিটার প্রতি বর্তমানে ৫০ পয়সা ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়িয়ে ৭০ পয়সা করার দাবি জানানো হয়। আর এর বেশি দূরত্বের জন্য বর্তমান ভাড়া তিন টাকা ২৫ পয়সা। এই ভাড়া বাড়িয়ে সাড়ে চার টাকা করতে বলা হয়েছে।
হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন...
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয়ের ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের...
৩ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার
৪ ঘণ্টা আগে