নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মব জাস্টিস গ্রহণ করা হবে না, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ নজরুল বলেন, ‘মব জাস্টিস কোনোভাবে গ্রহণ করা হবে না। এগুলো ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে বিচার করা হবে।’
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে, বাকি পাঁচজন সশরীরে উপস্থিত ছিলেন। এ বিষয় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আইন উপদেষ্টা বলেন, ‘বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে সংস্কার ভাবনা নিয়ে। কমিশনগুলো কীভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কী হবে, সদস্য বাছাইয়ের প্রক্রিয়া কী হবে, কবে প্রতিবেদন দেবেন। তাঁদের সঙ্গে রাজনৈতিক দল বা পেশাজীবী সংগঠন আছে তাঁদের অংশগ্রহণ কীভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘কমিশনগুলো ১ অক্টোবরের মধ্যে কাজ শুরু করবেন। আশা করছি, ৩১ ডিসেম্বরের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবেন। এই রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় ধাপে উপদেষ্টামণ্ডলীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরও বৃহৎ আকারে আলোচনা হবে, সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পরে সেগুলো অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে। সকলের মতামতের প্রতিফলন করার চেষ্টা করা হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। বাংলাদেশে যেন আর কোনো দিন, কখনো ফ্যাসিবাদী শাসন জাঁকিয়ে উঠতে না পরে—সেটা রোধ করতে কী কী সংস্কার প্রয়োজন সে লক্ষ্য নিয়ে সংস্কার কমিশন প্রাথমিকভাবে কাজ শুরু করেছে।’
ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে। সেখানে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী বা যে–ই হোন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি।’
তিনি বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের দ্রুত জানাব ছাত্র-জনতার আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। যার দৃশ্যমান পদক্ষেপ আছে।’ এ সময় ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর নিয়োগের কথা জানান তিনি। অচিরেই আদালত পুনর্গঠন করা হবে। বিচার শুরু হলে শেখ হাসিনার প্রত্যর্পণ সরকার চাইবে বলে জানান আসিফ নজরুল।
সংবিধান সংস্কার কী প্রক্রিয়ায় হবে—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘সংবিধান কীভাবে হবে সেটা বলে দিলে আলোচনার প্রয়োজন পড়ে না। কমিশন গঠন করা হয়েছে, তাঁরা সকল সম্ভাবনা পর্যালোচনা করা হবে। সেটা গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে হতে পারে। গণপরিষদ সংবিধান তৈরি করতে বা গ্রহণ করতে পারে। আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কী হবে? সে সিদ্ধান্ত আমরা নেব না, সেটা নেবে বাংলাদেশের জনগণ। জনগণের পক্ষে কাজ করার জন্য এই কমিশন গঠন করা হয়েছে। সেখানে সমাজের সকল স্তরের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করা হবে।’
আসিফ নজরুল বলেন, ‘যারা গণহত্যাকারী ছিল, মানবতাবিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে। আরও অনেক অনেক মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাঁদের সঙ্গে কোনো আলোচনা হবে না। তাঁদের বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণি আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক, পেশাজীবী, ছাত্রসংগঠন, বিপ্লবী অভ্যুত্থানে ছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এ কাজটা কীভাবে হবে সেটা আমরা নির্দেশনা দিতে চাই না। সেটা কমিশন ঠিক করবে।’
সংস্কার কমিশন গঠনের কারণ সম্পর্কে মাহফুজ আলম বলেন, ‘দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট ছিল। এখন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনিভাবে নির্বাচনের আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব আছে। সেটা হচ্ছে—দেশের যে প্রতিষ্ঠানগুলো গত ১৫ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেগুলো জনগণের স্বার্থে কাজ করতে পারছে না, সেগুলোকে ঢেলে সাজানো। প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করবে।’ তাদের ওপর কোনো রকম রাজনৈতিক চাপ না থাকে, সে ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ছয়টি ছাড়াও আরও সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত দেন মাহফুজ আলম। তিনি বলেন, পরবর্তীতে আরও সংস্কার কমিশন গঠনের প্রস্তাব টেবিলে আছে।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে ছিলাম। বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। ভোটাধিকার থেকে শুরু করে বহুক্ষেত্রে বঞ্চনা। এটার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য কতগুলো পরিবর্তন আনতে হবে। কতগুলো সংস্কার করতে হবে। আমাদের প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ কী আশা করছে—সেটা বৈঠকে আলোচনা হয়েছে।’
মব জাস্টিস গ্রহণ করা হবে না, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ নজরুল বলেন, ‘মব জাস্টিস কোনোভাবে গ্রহণ করা হবে না। এগুলো ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে বিচার করা হবে।’
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে, বাকি পাঁচজন সশরীরে উপস্থিত ছিলেন। এ বিষয় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আইন উপদেষ্টা বলেন, ‘বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে সংস্কার ভাবনা নিয়ে। কমিশনগুলো কীভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কী হবে, সদস্য বাছাইয়ের প্রক্রিয়া কী হবে, কবে প্রতিবেদন দেবেন। তাঁদের সঙ্গে রাজনৈতিক দল বা পেশাজীবী সংগঠন আছে তাঁদের অংশগ্রহণ কীভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘কমিশনগুলো ১ অক্টোবরের মধ্যে কাজ শুরু করবেন। আশা করছি, ৩১ ডিসেম্বরের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবেন। এই রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় ধাপে উপদেষ্টামণ্ডলীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরও বৃহৎ আকারে আলোচনা হবে, সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পরে সেগুলো অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে। সকলের মতামতের প্রতিফলন করার চেষ্টা করা হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। বাংলাদেশে যেন আর কোনো দিন, কখনো ফ্যাসিবাদী শাসন জাঁকিয়ে উঠতে না পরে—সেটা রোধ করতে কী কী সংস্কার প্রয়োজন সে লক্ষ্য নিয়ে সংস্কার কমিশন প্রাথমিকভাবে কাজ শুরু করেছে।’
ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে। সেখানে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী বা যে–ই হোন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি।’
তিনি বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের দ্রুত জানাব ছাত্র-জনতার আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। যার দৃশ্যমান পদক্ষেপ আছে।’ এ সময় ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর নিয়োগের কথা জানান তিনি। অচিরেই আদালত পুনর্গঠন করা হবে। বিচার শুরু হলে শেখ হাসিনার প্রত্যর্পণ সরকার চাইবে বলে জানান আসিফ নজরুল।
সংবিধান সংস্কার কী প্রক্রিয়ায় হবে—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘সংবিধান কীভাবে হবে সেটা বলে দিলে আলোচনার প্রয়োজন পড়ে না। কমিশন গঠন করা হয়েছে, তাঁরা সকল সম্ভাবনা পর্যালোচনা করা হবে। সেটা গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে হতে পারে। গণপরিষদ সংবিধান তৈরি করতে বা গ্রহণ করতে পারে। আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কী হবে? সে সিদ্ধান্ত আমরা নেব না, সেটা নেবে বাংলাদেশের জনগণ। জনগণের পক্ষে কাজ করার জন্য এই কমিশন গঠন করা হয়েছে। সেখানে সমাজের সকল স্তরের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করা হবে।’
আসিফ নজরুল বলেন, ‘যারা গণহত্যাকারী ছিল, মানবতাবিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে। আরও অনেক অনেক মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাঁদের সঙ্গে কোনো আলোচনা হবে না। তাঁদের বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণি আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক, পেশাজীবী, ছাত্রসংগঠন, বিপ্লবী অভ্যুত্থানে ছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এ কাজটা কীভাবে হবে সেটা আমরা নির্দেশনা দিতে চাই না। সেটা কমিশন ঠিক করবে।’
সংস্কার কমিশন গঠনের কারণ সম্পর্কে মাহফুজ আলম বলেন, ‘দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট ছিল। এখন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনিভাবে নির্বাচনের আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব আছে। সেটা হচ্ছে—দেশের যে প্রতিষ্ঠানগুলো গত ১৫ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেগুলো জনগণের স্বার্থে কাজ করতে পারছে না, সেগুলোকে ঢেলে সাজানো। প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করবে।’ তাদের ওপর কোনো রকম রাজনৈতিক চাপ না থাকে, সে ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ছয়টি ছাড়াও আরও সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত দেন মাহফুজ আলম। তিনি বলেন, পরবর্তীতে আরও সংস্কার কমিশন গঠনের প্রস্তাব টেবিলে আছে।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে ছিলাম। বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। ভোটাধিকার থেকে শুরু করে বহুক্ষেত্রে বঞ্চনা। এটার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য কতগুলো পরিবর্তন আনতে হবে। কতগুলো সংস্কার করতে হবে। আমাদের প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ কী আশা করছে—সেটা বৈঠকে আলোচনা হয়েছে।’
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৪৪ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৮ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৮ ঘণ্টা আগে