নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স করতে আজ রোববার থেকে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। কিন্তু নতুন এই কার্যক্রম সম্পর্কে জানানে গ্রাহকেরা। ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এসে ডোপ টেস্ট সনদ না থাকায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে এখনো ডোপ টেস্ট করাতে প্রস্তুত হয়নি বলে জানা গেছে।
আজ রোববার থেকে বিআরটিএর সকল সার্কেল অফিস থেকে এই সেবা চালু হয়েছে। পেশাদার চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নের ক্ষেত্রে দেখাতে হচ্ছে এই সনদ। কিন্তু প্রথম দিন হওয়ায় যারা এসেছেন তারা কেউ জানতেন না নতুন কার্যক্রমের বিষয়ে। বিআরটিএ তরফ থেকে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে এ টেস্ট করা হবে। শুধুমাত্র ঢাকার ছয়টি হাসপাতাল থেকে এ টেস্ট করা যাবে। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে এখনও কোন হাসপাতালেই ডোপ টেস্ট সেবা চালু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ডোপ টেস্ট করার বিষয়ে আমরা প্রক্রিয়া শুরু করেছি। এটি বাস্তবায়ন করতে আমাদের হাসপাতালে আরও পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে। আমরা দিকনির্দেশনা চেয়েছি নির্দেশনা পেলেই শুরু করতে পারব। তবে কত টাকা খরচ হবে সেটা এখনই বলা যাচ্ছে না’।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে মিরপুর বিআরটিএ সার্কেল অফিসে আসা মো. সোহেল মিয়া এসেছিলেন তাঁর পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে। তাঁর সকল কাগজপত্র থাকলেও ডোপ টেস্টের সনদ না থাকায় কাগজপত্র জমা দিতে পারেননি তিনি। মিরপুরেরে বিআরটিএ অফিস থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ নিয়ে এসে তার পরে সকল কাগজ জমা দিতে হবে। এ বিষয়ে মো. সোহেল মিয়া বলেন, নতুন সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স বিষয় আমার জানা ছিল না। হঠাৎ নতুন সিদ্ধান্তের ফলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বিষয়টি ভালো লেগেছে কিন্তু সেটি কতটা দুর্ভোগ এবং ভোগান্তি ছাড়া হাসপাতাল থেকে করা যাবে সেটাই এখন দেখার বিষয়।
মোহাম্মদ জুবায়ের আলী রাজধানীতে প্রাইভেট কার চালান, এসেছেন তাঁর পেশাদার নতুন ড্রাইভিং লাইসেন্স করতে। তিনি বলেন, সরকারের নতুন উদ্যোগ ভালো। কিন্তু ডোপ টেস্ট করার জন্য হাসপাতালে যাওয়া আবার সনদ নিয়ে এসে বিআরটিএ-তে জমা দেওয়া এটা আমাদের জন্য একটু ভোগান্তি হবে। এই টেস্ট যদি বিআরটিএ-তে করা যেত তাহলে আমাদের জন্য ভালো হতো।
এদিকে নতুন কার্যক্রম মিরপুর বিআরটিএর সার্কেল অফিসে পরিদর্শনে গিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, চালকেরে যাতে মাদকমুক্ত গাড়ি চালাতে পারে এ কারণে আজ সারা দেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে আসলে সকল কাগজপত্রের সঙ্গে এখন থেকে ডোপ টেস্টের সনদ জমা দিতে হবে। না হলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। আমি একাধিকবার ডিজি হেলথকে এ বিষয়গুলো জানিয়েছি যেন হাসপাতালে চালু করা হয় ডোপ টেস্ট। যেহেতু নতুন কার্যক্রম শুরু হয়েছে। ফলে হাসপাতালগুলোতেও কিছুটা সমস্যা থাকতে পারে তবে সমাধান হয়ে যাবে।
পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স করতে আজ রোববার থেকে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। কিন্তু নতুন এই কার্যক্রম সম্পর্কে জানানে গ্রাহকেরা। ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এসে ডোপ টেস্ট সনদ না থাকায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে এখনো ডোপ টেস্ট করাতে প্রস্তুত হয়নি বলে জানা গেছে।
আজ রোববার থেকে বিআরটিএর সকল সার্কেল অফিস থেকে এই সেবা চালু হয়েছে। পেশাদার চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নের ক্ষেত্রে দেখাতে হচ্ছে এই সনদ। কিন্তু প্রথম দিন হওয়ায় যারা এসেছেন তারা কেউ জানতেন না নতুন কার্যক্রমের বিষয়ে। বিআরটিএ তরফ থেকে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে এ টেস্ট করা হবে। শুধুমাত্র ঢাকার ছয়টি হাসপাতাল থেকে এ টেস্ট করা যাবে। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে এখনও কোন হাসপাতালেই ডোপ টেস্ট সেবা চালু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ডোপ টেস্ট করার বিষয়ে আমরা প্রক্রিয়া শুরু করেছি। এটি বাস্তবায়ন করতে আমাদের হাসপাতালে আরও পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে। আমরা দিকনির্দেশনা চেয়েছি নির্দেশনা পেলেই শুরু করতে পারব। তবে কত টাকা খরচ হবে সেটা এখনই বলা যাচ্ছে না’।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে মিরপুর বিআরটিএ সার্কেল অফিসে আসা মো. সোহেল মিয়া এসেছিলেন তাঁর পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে। তাঁর সকল কাগজপত্র থাকলেও ডোপ টেস্টের সনদ না থাকায় কাগজপত্র জমা দিতে পারেননি তিনি। মিরপুরেরে বিআরটিএ অফিস থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ নিয়ে এসে তার পরে সকল কাগজ জমা দিতে হবে। এ বিষয়ে মো. সোহেল মিয়া বলেন, নতুন সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স বিষয় আমার জানা ছিল না। হঠাৎ নতুন সিদ্ধান্তের ফলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বিষয়টি ভালো লেগেছে কিন্তু সেটি কতটা দুর্ভোগ এবং ভোগান্তি ছাড়া হাসপাতাল থেকে করা যাবে সেটাই এখন দেখার বিষয়।
মোহাম্মদ জুবায়ের আলী রাজধানীতে প্রাইভেট কার চালান, এসেছেন তাঁর পেশাদার নতুন ড্রাইভিং লাইসেন্স করতে। তিনি বলেন, সরকারের নতুন উদ্যোগ ভালো। কিন্তু ডোপ টেস্ট করার জন্য হাসপাতালে যাওয়া আবার সনদ নিয়ে এসে বিআরটিএ-তে জমা দেওয়া এটা আমাদের জন্য একটু ভোগান্তি হবে। এই টেস্ট যদি বিআরটিএ-তে করা যেত তাহলে আমাদের জন্য ভালো হতো।
এদিকে নতুন কার্যক্রম মিরপুর বিআরটিএর সার্কেল অফিসে পরিদর্শনে গিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, চালকেরে যাতে মাদকমুক্ত গাড়ি চালাতে পারে এ কারণে আজ সারা দেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে আসলে সকল কাগজপত্রের সঙ্গে এখন থেকে ডোপ টেস্টের সনদ জমা দিতে হবে। না হলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। আমি একাধিকবার ডিজি হেলথকে এ বিষয়গুলো জানিয়েছি যেন হাসপাতালে চালু করা হয় ডোপ টেস্ট। যেহেতু নতুন কার্যক্রম শুরু হয়েছে। ফলে হাসপাতালগুলোতেও কিছুটা সমস্যা থাকতে পারে তবে সমাধান হয়ে যাবে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৬ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৮ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৮ ঘণ্টা আগে