নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন (এনআইডি) কার্যক্রম আগারগাঁওয়ে থাকছে। তবে এর কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনিটর করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, এনআইডির মূল কাজ ওইদিকেই (আগারগাঁও) থাকবে। এখান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে মনিটরিং হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।
এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে-সেই প্রশ্নে কামাল বলেন, মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, বর্তমানে নির্বাচন ভবনে এনআইডি কার্যক্রমের সার্ভার রয়েছে। আর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হয়। এ ছাড়া দেশের ৫২২টি নির্বাচনী উপজেলা অফিস থেকে এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির কার্যক্রম সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবকে চিঠি দেয়।
ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ঈদের বন্ধে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে জোরদার ব্যবস্থা রাখা হবে। চুরি, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারিসহ পুলিশ-র্যাবের টহল বাড়ানো হবে।
স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা বিবেচনায় অনলাইন কেনাকাটায় উৎসাহ দেওয়া হবে। অস্থায়ী পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। পশুর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন, অজ্ঞান ও মলম পার্টি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঈদের সময় ব্যবসায়ীদের টাকা পরিবহনের জন্য পুলিশ সহযোগিতা করবে।
মন্ত্রী বলেন, ঈদের সময় যানজট নিরসনে আনসার মোতায়েন করা হবে। যানজট প্রবণ স্থানে ওয়াচ টাওয়ার থাকবে। যেসব জায়গায় বেশি যানজট হয় যেমন টঙ্গী থেকে গাজীপুরের রাস্তা এবং যমুনা ব্রিজের ওখানে যানজট কমাতে সড়ক পরিবহন বিভাগকে অনুরোধ করেছি। কোরবানির পশু পরিবহনের ট্রাক ও নৌযানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশু বোঝাই যানবাহন জোরপূর্বক যেকোনো জায়গায় থামানো যাবে না। শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সেখানে নাশকতা বন্ধে গোয়েন্দা বাহিনী সজাগ থাকবে। ফেরিঘাটে যাতে যানজট না হয় সে জন্য প্রস্তুতি নেওয়া হবে, নৌযানে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। চামড়া কেনাবেচার সিন্ডিকেট রোধে ঈদের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চামড়ার দাম নির্ধারণ দেবে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ঈদের সময় নিত্যপণের মূল্য বাড়ানো বন্ধ করতে ও খাদ্যে ভেজাল মেশানো রোধে ভ্রাম্যমাণ আদালত থাকবে। ঈদের সময় সড়ক, মহাসড়কসহ যেকোনো জায়গায় দুর্ঘটনা বন্ধে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
গার্মেন্টসসহ সব শিল্প কারখানার বেতন নির্দিষ্ট সময় দেওয়ার জন্য বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে জানিয়ে কামাল বলেন, তারাও নিশ্চয়তা দিয়েছেন সময়মতো শ্রমিকদের বেতন দেবেন। ঈদ উদ্যাপনে ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যেসব নির্দেশনা দিয়েছে বা দেবে তা মেনে চলতে আমরা সবাইকে অনুরোধ করছি।
এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন বাস্তবায়ন সংস্থা নিরাপত্তা বাহিনী নয়, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা অনুরোধ করছেন, সে অনুযায়ী নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারা যেখানে লকডাউন করার কথা বলেন, নিরাপত্তা বাহিনী সেখানে কাজ করে।
এবার মহামারির মধ্যে ঢাকায় যেসব গরু ব্যবসায়ীরা আসবেন তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে আসেন সে বিষয়ে নজর রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিটি করপোরেশন এবার পশুর হাট নিয়ন্ত্রণ করছে, অনেক হাট বন্ধ করে দিয়েছে। এবার ঢাকায় যত্রতত্র হাট বসতে দেওয়া হবে না।
ঢাকা: জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন (এনআইডি) কার্যক্রম আগারগাঁওয়ে থাকছে। তবে এর কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনিটর করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, এনআইডির মূল কাজ ওইদিকেই (আগারগাঁও) থাকবে। এখান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে মনিটরিং হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।
এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে-সেই প্রশ্নে কামাল বলেন, মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, বর্তমানে নির্বাচন ভবনে এনআইডি কার্যক্রমের সার্ভার রয়েছে। আর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হয়। এ ছাড়া দেশের ৫২২টি নির্বাচনী উপজেলা অফিস থেকে এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির কার্যক্রম সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবকে চিঠি দেয়।
ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ঈদের বন্ধে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে জোরদার ব্যবস্থা রাখা হবে। চুরি, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারিসহ পুলিশ-র্যাবের টহল বাড়ানো হবে।
স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা বিবেচনায় অনলাইন কেনাকাটায় উৎসাহ দেওয়া হবে। অস্থায়ী পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। পশুর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন, অজ্ঞান ও মলম পার্টি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঈদের সময় ব্যবসায়ীদের টাকা পরিবহনের জন্য পুলিশ সহযোগিতা করবে।
মন্ত্রী বলেন, ঈদের সময় যানজট নিরসনে আনসার মোতায়েন করা হবে। যানজট প্রবণ স্থানে ওয়াচ টাওয়ার থাকবে। যেসব জায়গায় বেশি যানজট হয় যেমন টঙ্গী থেকে গাজীপুরের রাস্তা এবং যমুনা ব্রিজের ওখানে যানজট কমাতে সড়ক পরিবহন বিভাগকে অনুরোধ করেছি। কোরবানির পশু পরিবহনের ট্রাক ও নৌযানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশু বোঝাই যানবাহন জোরপূর্বক যেকোনো জায়গায় থামানো যাবে না। শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সেখানে নাশকতা বন্ধে গোয়েন্দা বাহিনী সজাগ থাকবে। ফেরিঘাটে যাতে যানজট না হয় সে জন্য প্রস্তুতি নেওয়া হবে, নৌযানে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। চামড়া কেনাবেচার সিন্ডিকেট রোধে ঈদের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চামড়ার দাম নির্ধারণ দেবে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ঈদের সময় নিত্যপণের মূল্য বাড়ানো বন্ধ করতে ও খাদ্যে ভেজাল মেশানো রোধে ভ্রাম্যমাণ আদালত থাকবে। ঈদের সময় সড়ক, মহাসড়কসহ যেকোনো জায়গায় দুর্ঘটনা বন্ধে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
গার্মেন্টসসহ সব শিল্প কারখানার বেতন নির্দিষ্ট সময় দেওয়ার জন্য বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে জানিয়ে কামাল বলেন, তারাও নিশ্চয়তা দিয়েছেন সময়মতো শ্রমিকদের বেতন দেবেন। ঈদ উদ্যাপনে ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যেসব নির্দেশনা দিয়েছে বা দেবে তা মেনে চলতে আমরা সবাইকে অনুরোধ করছি।
এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন বাস্তবায়ন সংস্থা নিরাপত্তা বাহিনী নয়, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা অনুরোধ করছেন, সে অনুযায়ী নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারা যেখানে লকডাউন করার কথা বলেন, নিরাপত্তা বাহিনী সেখানে কাজ করে।
এবার মহামারির মধ্যে ঢাকায় যেসব গরু ব্যবসায়ীরা আসবেন তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে আসেন সে বিষয়ে নজর রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিটি করপোরেশন এবার পশুর হাট নিয়ন্ত্রণ করছে, অনেক হাট বন্ধ করে দিয়েছে। এবার ঢাকায় যত্রতত্র হাট বসতে দেওয়া হবে না।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
২ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৪ ঘণ্টা আগে