নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে আবার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করবে সরকার। তার আগে একটি ‘পলিসি ডকুমেন্টের’ খসড়া চূড়ান্ত করা হবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে দেশি-বিদেশি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে এই কমিটির প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন এই তথ্য জানান।
সচিব বলেন, ‘আমরা একটি টাইমলাইন ঠিক করেছি। আগামী ১৭ জুনের মধ্যে একটি পলিসি ডকুমেন্টের ড্রাফট তাদের (কমিটি) তরফ থেকে দেবেন। এর মধ্যেও আমরা ফরমালিন, ইনফরমালি আলাপ-আলোচনা করব। কতগুলো বিষয় আছে, এমন কোনো বিষয় না যা সেটেল করার মত নয়। তারপরে আমরা আরও একটি মিটিং করে এগুলো শেষ করব। আমরা আশা করছি সেপ্টেম্বরের শেষের দিক থেকে আমরা আবার (রোহিঙ্গাদের ভাসানচরে) নেওয়া শুরু করব।’
মোহসীন জানান, ভাসানচরে বর্তমানে ১৮ হাজার ৮৯০ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরের প্রকৃত টার্গেট থাকলেও সরকার এখন এক লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করতে চায়।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে পলিসি ড্রাফট করতে ত্রাণ সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে সরকার। এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, এনএসআই পরিচালক, রিফুজি সেলের প্রধান ছাড়াও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে।
বৃহস্পতিবার এই কমিটির প্রথম বৈঠক শেষে ত্রাণ সচিব বলেন, 'কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি অবস্থায় আছে। কারণ ওত জায়গা সেখানে নেই। এ জন্য তাদের জন্য ভাসানচরে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল এই মানুষগুলোকে তাদের দেশে মানসম্মতভাবে ফেরত নেবে-এ হিসেবে ইউএন কাজ করছে। যেহেতু এটা একটা লম্বা প্রসেস, তাই আপাতত এই ব্যবস্থা।'
‘রোহিঙ্গারা যেখানে আছেন সেটি পাহাড়ি এলাকা, কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় ওয়াল ধসে গেছে। সে জন্য গত ৬ জুন মূখ্যসচিবসহ সভা হয়েছে। সেখানে ১০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। যারা রোহিঙ্গাদের বিষয়ে ফান্ড দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরেরা সেখানে ছিলেন। ওই সভায় জানানো হয় ভাসানচরে এই মুহূর্তে ১৮ হাজার ৮৯০ জন আছে। আমাদের টার্গেট হল সেখানে নিয়ে যাবো এক লাখ রোহিঙ্গাকে। সে জন্য এই কমিটি করা হয়েছে। কীভাবে কাজটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারব।’
ভৌগোলিকভাবে কক্সবাজারের থেকে ভাসানচরে ভিন্নতা থাকায় আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের কিছু বিষয় জানার আছে বলে জানান ত্রাণ সচিব। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে তাদের কিছু বিষয় পরিষ্কার করার আছে। আমরা কীভাবে সেখানে অপারেশন চালাব, কীভাবে কি করব, কীভাবে তারা ইনভল্ব হবেন, আমরা কোন ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারব। তাদের কোন কোন প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন, যাতায়াতের একটি বিষয় আছে, সেখানে আমাদের হেল্প লাগবে। আরও কোথায় কোথায় কি প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে পলিসি ড্রাফট হওয়ার পরে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর শুরু করব।
ভাসানচরে ব্যারাক হয়ে গেছে জানিয়ে সচিব মোহসীন বলেন, সেখানে আবাস হয়ে গেছে, ১২০টা শেল্টার সেন্টার আছে, খাদ্য রাখার জন্য গুদাম তৈরি হয়ে গেছে। যাতায়াতের বিষয়টা আরেকটু কীভাবে সহজ করা যা তা নিয়ে কাজ করছি। সেখানে নৌ মন্ত্রণালয় কিছু জিনিস তৈরি করছে। স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখানে ২৩৫ জন পুলিশ-এপিবিএন কাজ করছে। আরও আনসার ব্যাটালিয়ন নেওয়া হবে।
ঢাকা: আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে আবার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করবে সরকার। তার আগে একটি ‘পলিসি ডকুমেন্টের’ খসড়া চূড়ান্ত করা হবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে দেশি-বিদেশি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে এই কমিটির প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন এই তথ্য জানান।
সচিব বলেন, ‘আমরা একটি টাইমলাইন ঠিক করেছি। আগামী ১৭ জুনের মধ্যে একটি পলিসি ডকুমেন্টের ড্রাফট তাদের (কমিটি) তরফ থেকে দেবেন। এর মধ্যেও আমরা ফরমালিন, ইনফরমালি আলাপ-আলোচনা করব। কতগুলো বিষয় আছে, এমন কোনো বিষয় না যা সেটেল করার মত নয়। তারপরে আমরা আরও একটি মিটিং করে এগুলো শেষ করব। আমরা আশা করছি সেপ্টেম্বরের শেষের দিক থেকে আমরা আবার (রোহিঙ্গাদের ভাসানচরে) নেওয়া শুরু করব।’
মোহসীন জানান, ভাসানচরে বর্তমানে ১৮ হাজার ৮৯০ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরের প্রকৃত টার্গেট থাকলেও সরকার এখন এক লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করতে চায়।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে পলিসি ড্রাফট করতে ত্রাণ সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে সরকার। এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, এনএসআই পরিচালক, রিফুজি সেলের প্রধান ছাড়াও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে।
বৃহস্পতিবার এই কমিটির প্রথম বৈঠক শেষে ত্রাণ সচিব বলেন, 'কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি অবস্থায় আছে। কারণ ওত জায়গা সেখানে নেই। এ জন্য তাদের জন্য ভাসানচরে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল এই মানুষগুলোকে তাদের দেশে মানসম্মতভাবে ফেরত নেবে-এ হিসেবে ইউএন কাজ করছে। যেহেতু এটা একটা লম্বা প্রসেস, তাই আপাতত এই ব্যবস্থা।'
‘রোহিঙ্গারা যেখানে আছেন সেটি পাহাড়ি এলাকা, কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় ওয়াল ধসে গেছে। সে জন্য গত ৬ জুন মূখ্যসচিবসহ সভা হয়েছে। সেখানে ১০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। যারা রোহিঙ্গাদের বিষয়ে ফান্ড দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরেরা সেখানে ছিলেন। ওই সভায় জানানো হয় ভাসানচরে এই মুহূর্তে ১৮ হাজার ৮৯০ জন আছে। আমাদের টার্গেট হল সেখানে নিয়ে যাবো এক লাখ রোহিঙ্গাকে। সে জন্য এই কমিটি করা হয়েছে। কীভাবে কাজটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারব।’
ভৌগোলিকভাবে কক্সবাজারের থেকে ভাসানচরে ভিন্নতা থাকায় আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের কিছু বিষয় জানার আছে বলে জানান ত্রাণ সচিব। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে তাদের কিছু বিষয় পরিষ্কার করার আছে। আমরা কীভাবে সেখানে অপারেশন চালাব, কীভাবে কি করব, কীভাবে তারা ইনভল্ব হবেন, আমরা কোন ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারব। তাদের কোন কোন প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন, যাতায়াতের একটি বিষয় আছে, সেখানে আমাদের হেল্প লাগবে। আরও কোথায় কোথায় কি প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে পলিসি ড্রাফট হওয়ার পরে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর শুরু করব।
ভাসানচরে ব্যারাক হয়ে গেছে জানিয়ে সচিব মোহসীন বলেন, সেখানে আবাস হয়ে গেছে, ১২০টা শেল্টার সেন্টার আছে, খাদ্য রাখার জন্য গুদাম তৈরি হয়ে গেছে। যাতায়াতের বিষয়টা আরেকটু কীভাবে সহজ করা যা তা নিয়ে কাজ করছি। সেখানে নৌ মন্ত্রণালয় কিছু জিনিস তৈরি করছে। স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখানে ২৩৫ জন পুলিশ-এপিবিএন কাজ করছে। আরও আনসার ব্যাটালিয়ন নেওয়া হবে।
এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে।
২ ঘণ্টা আগেগতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
৫ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৭ ঘণ্টা আগে