Ajker Patrika

উপসচিব হলেন নন–ক্যাডারের ৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
উপসচিব হলেন নন–ক্যাডারের ৯ কর্মকর্তা

ঢাকা: নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া নয়জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, আইডিএমসির সহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুরকে উপসচিব করা হয়েছে।

নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য উপ-সচিবের নয়টি সংরক্ষিত পদ রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্য থেকে যাঁরা নন-ক্যাডার কোটায় সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান, তাদের মধ্য থেকে নন-ক্যাডার কোটায় উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত