অনলাইন ডেস্ক
বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—ন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে সম্প্রতি পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক এবং গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় নিহত শ্রমিকদের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে—গত সপ্তাহে পুলিশের হাতে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ৩২ বছর বয়সী ইমরান হোসেনের প্রাণহানির জন্যও আমরা শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাঁদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে দমন–পীড়ন আখ্যা দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। পাশাপাশি শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে।
যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করায় বেসরকারি খাতের সদস্যদের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি শ্রমিকদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—শ্রমিকেরা সহিংসতা, প্রতিশোধ কিংবা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর–কষাকষির অধিকার যেন প্রয়োগ করতে পারে, তা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আজ বুধবারও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় এক নারী পোশাকশ্রমিক নিহত হন। আহত হন পাঁচজন পুলিশসহ অন্তত ১৫ জন।
বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—ন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে সম্প্রতি পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক এবং গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় নিহত শ্রমিকদের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে—গত সপ্তাহে পুলিশের হাতে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ৩২ বছর বয়সী ইমরান হোসেনের প্রাণহানির জন্যও আমরা শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাঁদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে দমন–পীড়ন আখ্যা দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। পাশাপাশি শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে।
যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করায় বেসরকারি খাতের সদস্যদের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি শ্রমিকদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—শ্রমিকেরা সহিংসতা, প্রতিশোধ কিংবা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর–কষাকষির অধিকার যেন প্রয়োগ করতে পারে, তা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আজ বুধবারও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় এক নারী পোশাকশ্রমিক নিহত হন। আহত হন পাঁচজন পুলিশসহ অন্তত ১৫ জন।
বাসায় দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
৩০ মিনিট আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ১৭ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩ আসনে শিক্ষার্থী ভ
২ ঘণ্টা আগেসাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। একই সঙ্গে তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে কমিশন। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
২ ঘণ্টা আগেসাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
২ ঘণ্টা আগে