নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি যাওয়া আইফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ। অন্য একটি ফোন উদ্ধারে অভিযান চালাতে গিয়ে রাজধানীর আদাবর থেকে রোববার রাতে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা হয়েছে। চার হাত ঘুরে যাঁর কাছে ফোনটি ছিল, ফোনের লক খুলে সেখানে মন্ত্রীর ছবি দেখে তিনি সেটি আর বিক্রি করেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মন্ত্রীর ফোন উদ্ধারের আদ্যোপান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, ঢাকার রাস্তায় যাঁরা চলাচল করেন যানজটের কারণে যানবাহনগুলো শ্লথ গতিতে চলে। এর সুযোগ নিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। মানুষের মূল্যবান সামগ্রী সোনার গয়না, মোবাইল ছিনতাই হয়। মোবাইল ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদুর জানান, ধানমন্ডির সাত মসজিদ রোডের মাথায় ১২ জুলাই দুজন মোটরসাইকেল আরোহী এক রিকশাযাত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মো. সগির ও মো. সুমন মিয়াকে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক দুজন জানান, মো. জাকির নামে একজনের কাছে ফোনটি বিক্রি করেছেন। পরে জাকিরকে আটক করা হয়।
জাকির পুলিশকে জানান, প্রযুক্তিতে খুব দক্ষ মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফের কাছে তিনি ফোনটি বিক্রি করেছেন। পরে আরিফকে গ্রেপ্তার করে সাত মসজিদ রোড থেকে ছিনতাই হওয়া মোবাইলের সঙ্গে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপ তল্লাশি করে সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইলের ছবি দেখতে পান পুলিশ কর্মকর্তারা।
সাজ্জাদুর বলেন, ‘তখন আমরা এটা নিয়ে কাজ করি। মন্ত্রীর মোবাইলটি কোথায় আছে জানতে চাই। আরিফ পুরো তথ্য জানাতে না পারলেও একপর্যায়ে মন্ত্রীর মোবাইলের কথা স্বীকার করে একটা ঠিকানা দেন। তাঁর দেওয়া ঠিকানা থেকে মো. জীবন নামের একজনের কাছ থেকে মন্ত্রীর মোবাইল উদ্ধার করেছি। এটা আমাদের টার্গেট ছিল না, এটা আমাদের মামলা না। একটি চক্রকে ধরতে গিয়ে মন্ত্রীর ফোনটি উদ্ধার করেছি। ঢাকার চোরাই হওয়া মোবাইলের একটি বড় অংশ সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার উপযোগী করে বিক্রি করে দেন। তবে ফোনে মন্ত্রীর ছবি দেখে সেটি আর বিক্রি করেননি কেউ।’
গাড়ির জানালা খোলা থাকায় গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। এ ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলা হয়। ফোন ছিনতাইয়ের ৫০ দিন পর সেটি উদ্ধার হলো।
মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মিরপুর বিভাগ একজনকে আটক করেছে বলে তথ্য দিয়েও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাজ্জাদুর। তিনি বলেন, ‘গ্রেপ্তাররা ফোনগুলোর লক খুলে তা বিক্রি করে দেয়। এর আগে তারা যেসব মোবাইল বিক্রি করেছে, আমরা সেগুলো নিয়ে তদন্ত করছি। গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জীবন ও আরিফের কাছ থেকে পাওয়া ঠিকানাগুলোয় তল্লাশি চালিয়ে ১০টি ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি যাওয়া আইফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ। অন্য একটি ফোন উদ্ধারে অভিযান চালাতে গিয়ে রাজধানীর আদাবর থেকে রোববার রাতে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা হয়েছে। চার হাত ঘুরে যাঁর কাছে ফোনটি ছিল, ফোনের লক খুলে সেখানে মন্ত্রীর ছবি দেখে তিনি সেটি আর বিক্রি করেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মন্ত্রীর ফোন উদ্ধারের আদ্যোপান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, ঢাকার রাস্তায় যাঁরা চলাচল করেন যানজটের কারণে যানবাহনগুলো শ্লথ গতিতে চলে। এর সুযোগ নিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। মানুষের মূল্যবান সামগ্রী সোনার গয়না, মোবাইল ছিনতাই হয়। মোবাইল ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদুর জানান, ধানমন্ডির সাত মসজিদ রোডের মাথায় ১২ জুলাই দুজন মোটরসাইকেল আরোহী এক রিকশাযাত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মো. সগির ও মো. সুমন মিয়াকে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক দুজন জানান, মো. জাকির নামে একজনের কাছে ফোনটি বিক্রি করেছেন। পরে জাকিরকে আটক করা হয়।
জাকির পুলিশকে জানান, প্রযুক্তিতে খুব দক্ষ মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফের কাছে তিনি ফোনটি বিক্রি করেছেন। পরে আরিফকে গ্রেপ্তার করে সাত মসজিদ রোড থেকে ছিনতাই হওয়া মোবাইলের সঙ্গে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপ তল্লাশি করে সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইলের ছবি দেখতে পান পুলিশ কর্মকর্তারা।
সাজ্জাদুর বলেন, ‘তখন আমরা এটা নিয়ে কাজ করি। মন্ত্রীর মোবাইলটি কোথায় আছে জানতে চাই। আরিফ পুরো তথ্য জানাতে না পারলেও একপর্যায়ে মন্ত্রীর মোবাইলের কথা স্বীকার করে একটা ঠিকানা দেন। তাঁর দেওয়া ঠিকানা থেকে মো. জীবন নামের একজনের কাছ থেকে মন্ত্রীর মোবাইল উদ্ধার করেছি। এটা আমাদের টার্গেট ছিল না, এটা আমাদের মামলা না। একটি চক্রকে ধরতে গিয়ে মন্ত্রীর ফোনটি উদ্ধার করেছি। ঢাকার চোরাই হওয়া মোবাইলের একটি বড় অংশ সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার উপযোগী করে বিক্রি করে দেন। তবে ফোনে মন্ত্রীর ছবি দেখে সেটি আর বিক্রি করেননি কেউ।’
গাড়ির জানালা খোলা থাকায় গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। এ ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলা হয়। ফোন ছিনতাইয়ের ৫০ দিন পর সেটি উদ্ধার হলো।
মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মিরপুর বিভাগ একজনকে আটক করেছে বলে তথ্য দিয়েও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাজ্জাদুর। তিনি বলেন, ‘গ্রেপ্তাররা ফোনগুলোর লক খুলে তা বিক্রি করে দেয়। এর আগে তারা যেসব মোবাইল বিক্রি করেছে, আমরা সেগুলো নিয়ে তদন্ত করছি। গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জীবন ও আরিফের কাছ থেকে পাওয়া ঠিকানাগুলোয় তল্লাশি চালিয়ে ১০টি ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
১৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে