Ajker Patrika

বাংলাদেশকে সাড়ে ৮ হাজার ভিসা দিচ্ছে রোমানিয়া, কনস্যুলার দল আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে সাড়ে ৮ হাজার ভিসা দিচ্ছে রোমানিয়া, কনস্যুলার দল আসছে

বাংলাদেশকে ৮ হাজার ৪০০ ভিসা দেবে রোমানিয়া। এর মধ্যে নতুন ভিসা ৫ হাজার এবং বাকি ৩ হাজার ৪০০ ভিসা প্রক্রিয়াধীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ থেকে তিন মাসের জন্য ছয় সদস্যের একটি কনস্যুলার দল বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চ থেকেই তাঁরা ভিসা ইস্যু করা শুরু করবেন। এ সময়ে তাঁদের স্থানীয় সহযোগিতাও প্রয়োজন হবে।’ 

এবারই প্রথম রোমানিয়ার সরকার বিদেশে এ ধরনের কোনো কনস্যুলার দল পাঠাচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য, গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া। 

বাংলাদেশ থেকে শেনজেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপের বেশ কিছু দেশে কয়েক বছর ধরে কাজের ভিসায় বাংলাদেশিদের যেতে দেখা যাচ্ছে। সেসব দেশের মধ্যে অন্যতম রোমানিয়া। 

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ। ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত দেশটি এখন শেনজেন অঞ্চলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। আয়তনে ইউরোপের নবম বৃহত্তম দেশটির রাজধানী বুখারেস্ট। জনসংখ্যা প্রায় ২ কোটি। 

 ১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ অভ্যন্তরীণ যাতায়াতকে সহজ করতে লুক্সেমবার্গের শেনজেন শহরে একটি চুক্তি সই করে। চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে শেনজেন এলাকাভুক্ত বলা হয়। ইউরোপের ২৬টি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত