নিজস্ব প্রতিবেদক
ঢাকা : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক-নার্সরা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। চিকিৎসক-নার্সদের থাকার ব্যবস্থা করা হলেও হোটেল মালিকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো হোটেল মালিকদের বকেয়া পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। ৩০ জুনের মধ্যে তাঁদের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাইদুল আলম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বকেয়া টাকা না পাওয়ায় বিভিন্ন হোটেলের ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাকালে বিদেশি অতিথি দেশে আসা বন্ধ ছিল। হোটেল পর্যটন বিভাগ বিপর্যস্ত আছে। এমন পরিস্থিতিতে সরকারের অনুরোধে গত বছর তাঁরা হোটেল খোলা রেখে চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের বকেয়া পরিশোধ করা হয়নি। এতে হোটেল মালিকরা বিপাকে পড়েছেন।
মানববন্ধনে তাঁরা এক বছরের রেফার্ড পেমেন্টের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তাঁরা এক বছরের জন্য ভ্যাট ও বিনা সুদে ইউটিলিটি বিল পরিশোধের দাবি জানান।
হোটেল মালিকেরা জানান, হোটেলগুলো মূলত বিদেশি অতিথিদের ওপর নির্ভরশীল। করোনার কারণে বিদেশি অতিথিরা দেশে না আসায় ১০ থেকে ১৫ শতাংশ সিট খালি রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। হোটেল মালিকদের ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হতো বিদেশি অতিথিদের মাধ্যমে; যা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
ঢাকা : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক-নার্সরা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। চিকিৎসক-নার্সদের থাকার ব্যবস্থা করা হলেও হোটেল মালিকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো হোটেল মালিকদের বকেয়া পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। ৩০ জুনের মধ্যে তাঁদের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাইদুল আলম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বকেয়া টাকা না পাওয়ায় বিভিন্ন হোটেলের ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাকালে বিদেশি অতিথি দেশে আসা বন্ধ ছিল। হোটেল পর্যটন বিভাগ বিপর্যস্ত আছে। এমন পরিস্থিতিতে সরকারের অনুরোধে গত বছর তাঁরা হোটেল খোলা রেখে চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের বকেয়া পরিশোধ করা হয়নি। এতে হোটেল মালিকরা বিপাকে পড়েছেন।
মানববন্ধনে তাঁরা এক বছরের রেফার্ড পেমেন্টের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তাঁরা এক বছরের জন্য ভ্যাট ও বিনা সুদে ইউটিলিটি বিল পরিশোধের দাবি জানান।
হোটেল মালিকেরা জানান, হোটেলগুলো মূলত বিদেশি অতিথিদের ওপর নির্ভরশীল। করোনার কারণে বিদেশি অতিথিরা দেশে না আসায় ১০ থেকে ১৫ শতাংশ সিট খালি রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। হোটেল মালিকদের ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হতো বিদেশি অতিথিদের মাধ্যমে; যা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
১১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে